রনবীর রায় রাজ ২৭ জুলাই ২০২২ বুধবার ফুলবাড়ী কুড়িগ্রাম সারাদেশের ন্যায় কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ২৭(জুলাই) বুধবার সকাল ১১টায় ফুলবাড়ী উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে, পোদ্দার মার্কেটে ফুলবাড়ী উপজেলা আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর সূচনা হয়।
পরে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে। পরবর্তিতে নেতাকর্মীরা কাচারী মাঠে জমায়েত হয়ে সকাল সাড়ে ১১ টায় একটি আনন্দ র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক গুলি প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা অনুষ্ঠানটি ফুলবাড়ী উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক, আব্দুল খালেক বসুনিয়ার সভাপতিত্বে, যুগ্ন আহবায়ক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায়, বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি,
আতাউর রহমান শেখ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল হুদা দুলাল,সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ হারুন, উপজেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য আহম্মদ আলী পোদ্দার রতন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবুবক্কর সিদ্দিক মিলন, উপজেলা ছাত্রলীগের সভাপতি, তৌকির হাসান তমাল, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান প্রমূখ। আলোচনা অনুষ্ঠান শেষে কেক কেটে বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।
Newsofdhaka24.com / নিজস্ব প্রতিবেদক
আপনার মতামত লিখুন: