
ঔষধ কেনার সক্ষমতা হারাচ্ছেন স্বল্প আয়ের মানুষেরা। দেশে ওষুধের মূল্য বৃদ্ধি পেয়েছে ৫০% তবে কোম্পানিভেদে দামের পার্থক্য ২৫০ গুণ। বাজারে কমেছে ঔষধ সরবরাহের পরিমাণ ও।
জ্বালানি তেল ডলারের মধ
মূল্যবৃদ্ধির দোহাই দিয়ে নিত্য পণ্য সামগ্রীর পাশাপাশি ঔষুধের মূল্য বৃদ্ধি করা হয়েছে।
এদিকে ঔষধের দান সমন্বয় করা না হলে কোম্পানিগুলো লোকসানের দোহাই দিয়ে যদি উৎপাদন বন্ধ রাখে তাহলে ঔষধ সংকট আরো বেড়ে যাবে বলে মনে করেন অনেকেই।
এই সম্পর্কে জানতে চাইলে আইয়ুব হোসেন পরিচালক ঔষধ প্রশাসন অধিদপ্তর, তিনি জানিয়েছেন অনেকদিন ধরেই কোম্পানিগুলো ঔষধের দাম সমন্বয়ের কথা বলে আসছিল। এই মুহূর্তে দাম না বাড়ালে উৎপাদন বন্ধ হলে বাজারে ওষুধ সংকট দেখা দিতে পারে।
Newsofdhaka24.com / নিজস্ব প্রতিবেদক
আপনার মতামত লিখুন: