• ঢাকা
  • রবিবার, ২১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ; ০৬ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

Advertise your products here

দারিদ্র কম গুলশানে, চর রাজিবপুরে বেশি


Newsofdhaka24.com ; প্রকাশিত: সোমবার, ২৩ মে, ২০২২ খ্রিস্টাব্দ, ১২:২০ এএম
দারিদ্র কম  বেশি
দারিদ্র কম গুলশানে,

ঢাকার অভিজাত এলাকা গুলশান ,এই এলাকায় দরিদ্র মানুষের বসবাস খুবই কম ধরতে গেলে মাত্র ০ দশমিক ৪ শতাংশ।
কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলায় সবচেয়ে বেশি দরিদ্র মানুষের বসবাস।
এখানে ধরতে গেলে ৭৯ দশমিক ৮ শতাংশ মানুষই দরিদ্র।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস )এর তথ্য জানিয়েছে, ২০১৬ সালের দারিদ্র্যের তথ্য-উপাত্ত ব্যবহার করে উপজেলা ও মেট্রোপলিটন এলাকার দরিদ্র মানুষের সংখ্যা।
২২ মে নগরীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের (বি আই সি সি) কার্নিভাল হলে 'প্রভার্টি এন্ড আন্ডার নিউট্রিশন ম্যাপস বেস্ট অন স্মল এরিয়া এস্টিমেশন টেকনিক' শীর্ষক সেমিনারে এসব তথ্য প্রকাশ করা হয়েছে।
সেমিনারটি আয়োজন করে বিবিএস ও বিশ্ব খাদ্য কর্মসূচি। দেশের দারিদ্র্য মানচিত্র প্রকাশ করা হয় সেমিনারে।
সারাদেশকে ৫৭৭ টি উপজেলায় (মেট্রোপলিটন থানাসহ) বিভক্ত করা হয়েছে স্থায়ী সরকার পরিচালনার মাধ্যমে।
দারিদ্র্য নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা যায় এসব ডাটা ব্যবহার করে।
মোঃ আলমগীর হোসেন মূল প্রবন্ধ উপস্থাপন করেন, বিবিএসের মহাপরিচালক (অতিরিক্ত সচিব ) মোঃ তাজুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে সংস্থাটির প্রভার্টি এন্ড আন্ডার নিউট্রিশন ম্যাপিংসের ফোকাল পয়েন্ট।
বাংলাদেশের নিউ যুক্ত বিশ্ব খাদ্য কর্মসূচি কান্ট্রি ডিরেক্টর জেনি  পিয়াসী, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ডক্টর শাহনাজ আরেফিন, এনডিসি, পরিকল্পনা প্রতিমন্ত্রীডা. শামসুল আলম উপস্থিত ছিলেন।
বিভাগের মধ্যে উপজেলা পর্যায়ে দারিদ্র্যের হার অবস্থানকারী উপজেলার সংখ্যায় বৈষম্য সবচেয়ে বেশি চট্টগ্রাম বিভাগে দেখা যায় সেমিনারে জানানো হয়েছে।
বরিশাল ও ময়মনসিংহ বিভাগে কোন উপজেলায় অতি নিম্ন দরিদ্র হার গ্রুপ নেই।
অতি নিম্ন দরিদ্র হার গ্রুপের অবস্থানকারী উপজেলার শুধু রংপুর বিভাগে।
সিলেট বিভাগে অতি উচ্চ দরিদ্রের হার গ্রুপে অবস্থানকারী উপজেলা মাত্র একটি।
উল্লেখযোগ্য সংখ্যক ৭৭ টি উপজেলা মেট্রো থানা রয়েছে অতি নিম্ন দারিদ্র্য হার গ্রুপের ঢাকা বিভাগে।
অতি উচ্চ দারিদ্র্যের হার গ্রুপ একই সঙ্গে এ বিভাগে ১২ টি উপজেলায় রয়েছে।

Newsofdhaka24.com / নিজস্ব প্রতিবেদক

রাজধানী বিভাগের জনপ্রিয় সংবাদ