
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কে তার গুলশানের বাসা থেকে আটক করেছে ডিবি। আজ রবিবার সকাল ৯ টা ২০ মিনিটে তাকে ডিবি পুলিশ বাসা থেকে আটক করে নিয়ে যান।
আজ সকালে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং এর সদস্য সায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।
মির্জা ফখরুল এর স্ত্রী রাহাত আরা বেগম বলেছেন, সকালে ডিবি পুলিশের লোকজন বাসায় এসে মীরজাফফরুল সহ বাসার সবার সঙ্গে কথা বলেন, এরপর সিসি ক্যামেরার ফুটেজ হার্ডডিস্ক নিয়ে ভবনের নিচে চলে যান তারা। ঠিক দশ মিনিট পর আবার এসে আটক করে নিয়ে যান তারা।
তিনি আরো জানিয়েছেন মির্জা ফখরুল প্রচন্ড অসুস্থতার চিকিৎসা চলছিল এভাবে নিয়ে যাবে মেনে নিতে পারছি না। আশা করি যদি জিজ্ঞাসাবাদ করতে চায় তা করে যেন তাকে ছেড়ে দেয়া হয়।
Newsofdhaka24.com / News
আপনার মতামত লিখুন: