একজন মুমিন বান্দার জীবনের সবচেয়ে বড় চাওয়া পাওয়া হল মহান আল্লাহ তা'আলার নৈকট্য অর্জন করা।
ঈমানদার বান্দার এমন কিছু গুণা রয়েছে যেসব গুণ আল্লাহ তা'আলা খুবই পছন্দ করেন।
নিম্নে মুমিন বান্দার গুণাবলী তুলে ধরা হলো:
১. তাওবাকারী: নিশ্চয়ই আল্লাহতালা তাওবাকারীদের ভালোবাসেন (সুরা বাকারা আয়াত: ২২২)
২. পবিত্রতা অর্জনকারী: নিশ্চয়ই আল্লাহ তাআলা পবিত্রতা অর্জনকারীকে ভালোবাসেন (সূরা বাকারা আয়াত: ২২২), হাদীস শরীফে এসেছে পবিত্রতা ঈমানের অঙ্গ।
৩. ধৈর্যশীল: আল্লাহ তাআলা ধৈর্যশীলদের ভালোবাসেন, (সূরা আলে ইমরান আয়াত: ১৪৬)
৪. আল্লাহ ভীরু: নিশ্চয়ই আল্লাহ তা'আলা আল্লাহ ভীরুদের ভালোবাসেন (সূরা আল ইমরান আয়াত: ৭৬)
৫. অনুগ্রহকারী: নিশ্চয়ই আল্লাহ তাআলা অনুগ্রহকারীদের ভালোবাসেন। (সূরা মায়েদা আয়াত: ১৩)
৬. আল্লাহর ওপর ভরসাকারী: নিশ্চয়ই আল্লাহ তাআলা তার উপর ভরসা কারীদের ভালবাসেন। (সূরা আল ইমরান আয়াত, ১৫৯)
৭. ন্যায়বিচার প্রতিষ্ঠাকারী: নিশ্চয়ই আল্লাহ তাআলার ন্যায়বিচার প্রতিষ্ঠা কারীদের ভালোবাসেন, (সূরা হুজুরাত আয়াত, ৯)
Newsofdhaka24.com / News
আপনার মতামত লিখুন: