• ঢাকা
  • শুক্রবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ১৩ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

Advertise your products here

জুমার দিনে সূরা কাহাফ পাঠ করার ফজিলত


Newsofdhaka24.com ; প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২ খ্রিস্টাব্দ, ১১:৫৫ পিএম
সূরা কাহাফ

সূরাতুল কাহাফ মক্কায় অবতীর্ণ হয়েছে। আয়াত সংখ্যা ১১০, এই সূরাটি পবিত্র কোরআনের ১৮ নম্বর সূরা। এই সূরাটি অত্যন্ত বরকত পূর্ণ ও ফজিলত। হযরত আনাস রাদিয়াল্লাহু তা'আলা আনহু থেকে বর্ণিত এই সূরাটি অবতীর্ণ হয়েছে ৭০ হাজার ফেরেশতা দুনিয়াতে আগমন করেছিলেন।

হাদীসে এসেছে যে ব্যক্তি জুমার দিন সূরা কাহাফ তেলাওয়াত করবে তার ঈমানের নুর এক জুমা থেকে আগামী জুমা পর্যন্ত চমকাতে থাকবে।

হযরত আলী রা: থেকে বর্ণিত নবী করীম সা: বলেন যে ব্যক্তি জুমআ'র দিন সুরা কাহাফ পাঠ করবে সে আট দিন পর্যন্ত সকল ফেতনা থেকে নিরাপদ থাকবে যদি দারজাল বের হয় তবে সে দাজ্জালের ফিতনা থেকে ও নিরাপদ থাকবে।

Newsofdhaka24.com / নিজস্ব প্রতিবেদক

ইসলাম বিভাগের জনপ্রিয় সংবাদ