সূরাতুল কাহাফ মক্কায় অবতীর্ণ হয়েছে। আয়াত সংখ্যা ১১০, এই সূরাটি পবিত্র কোরআনের ১৮ নম্বর সূরা। এই সূরাটি অত্যন্ত বরকত পূর্ণ ও ফজিলত। হযরত আনাস রাদিয়াল্লাহু তা'আলা আনহু থেকে বর্ণিত এই সূরাটি অবতীর্ণ হয়েছে ৭০ হাজার ফেরেশতা দুনিয়াতে আগমন করেছিলেন।
হাদীসে এসেছে যে ব্যক্তি জুমার দিন সূরা কাহাফ তেলাওয়াত করবে তার ঈমানের নুর এক জুমা থেকে আগামী জুমা পর্যন্ত চমকাতে থাকবে।
হযরত আলী রা: থেকে বর্ণিত নবী করীম সা: বলেন যে ব্যক্তি জুমআ'র দিন সুরা কাহাফ পাঠ করবে সে আট দিন পর্যন্ত সকল ফেতনা থেকে নিরাপদ থাকবে যদি দারজাল বের হয় তবে সে দাজ্জালের ফিতনা থেকে ও নিরাপদ থাকবে।
Newsofdhaka24.com / নিজস্ব প্রতিবেদক
আপনার মতামত লিখুন: