• ঢাকা
  • সোমবার, ২৫ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ; ০৯ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

Advertise your products here

ইসলামে ফজিলতপূর্ণ কিছু সহজ আমল


Newsofdhaka24.com ; প্রকাশিত: সোমবার, ০৮ জানুয়ারী, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৮:১৮ পিএম
ফজিলতপূর্ণ
ফজিলতপূর্ণ কিছু সহজ আমল

কিছু গুরুত্বপূর্ণ সহজ আমল রয়েছে যেগুলো সহজে করা যায়। কিন্তু আমলনামার পাল্লায় অনেক নেকি যোগ হয়। আমলগুলো করতে হলে অনেক জ্ঞানী হওয়ারও প্রয়োজন হয় না। রাসূল (সা.) ইরশাদ করেছেন, যে ব্যক্তি একবার বলে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম। তার জন্য জান্নাতে একটি খেজুর গাছ লাগানো হয়। (তিরমিজি হাদিস-৩৪৬৪)

এই বাক্যটি পড়তে বেশি সময় বা কষ্ট হয় না। কিন্তু আমলনামায় অনেক নেকি যোগ করা হয়। মহান আল্লাহ তা'আলা এতই মহান যে বান্দার জন্য জান্নাতের মধ্যে খেজুর গাছ লাগিয়ে দেন। এ সকল ছোট আমলের মাধ্যমে বান্দা জান্নাতের মেহমান হওয়ার সৌভাগ্য অর্জন করতে পারেন।

এছাড়াও প্রত্যেক ফরজ নামাজের পরে যদি কেউ আয়াতুল কুরসি পাঠ করেন। তাহলে সেই বান্দার মৃত্যু ব্যতীত জান্নাতে যেতে আর কোন বাঁধা থাকে না।

এছাড়াও ফরজ নামাজের পরে কিছু সূরা রয়েছে যা অল্প সময়ে পড়ে নেয়া যায়। কিন্তু ফজিলত অনেক বরকতময়। যেমন: ফজরের নামাজের পর সুরা ইয়াসিন পাঠ করা।

জোহরের নামাজের পর: সুরাতুল ফাতাহ পাঠ করা।

আসরের নামাজের পর: সুরাতুল নাবা পাঠ করা।

মাগরিবের নামাজের পর: সুরাতুল ওয়াকিয়া পাঠ করা।

এশার নামাজের পর: সূরা মূলক পাঠ করা।

কেয়ামতের দিন এই সকল ছোট আমলগুলো জান্নাতে যাওয়ার জন্য শাফায়াত করবেন আল্লাহ তাআলার নিকট।

Newsofdhaka24.com / News

ইসলাম বিভাগের জনপ্রিয় সংবাদ