• ঢাকা
  • রবিবার, ২১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ; ০৬ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

Advertise your products here

স্কুল-কলেজ সপ্তাহে দুই দিন ছুটি থাকবে


Newsofdhaka24.com ; প্রকাশিত: শনিবার, ১৯ ফেরুয়ারী, ২০২২ খ্রিস্টাব্দ, ১১:৫২ পিএম
স্কুল-কলেজ
সপ্তাহে দুই দিন ছুটি,

২০২৩ সাল থেকে দেশের সরকারি-বেসরকারি সকল প্রাথমিক মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান সপ্তাহে দুই দিন ছুটি থাকবে।

আজ শনিবার ১৯ ফেব্রুয়ারি, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের নতুন কারিকুলাম অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি এ তথ্য জানিয়েছেন শিক্ষাপ্রতিষ্ঠান সপ্তাহে দুই দিন ছুটি থাকবে । 

শিক্ষা মন্ত্রী আরও বলেছেন, প্রাথমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান ২০২৩ সাল থেকে সাপ্তাহিক ছুটি থাকবে ২ দিন করে। এছাড়াও নতুন কারিকুলামে ৬২টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এখন থেকেই এই সুবিধা ভোগ করবেন।

এছাড়াও নতুন কারিকুলামে যেকোনো ধরনের ভুল ভ্রান্তি তুলে ধরতে গণমাধ্যমকর্মীদের আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

মন্ত্রী আরো বলেন, নতুন কারিকুলাম পাইলটিং স্টার্ট হলে আমরা প্রত্যেক সপ্তাহে ফিডব্যাক পাবো। বুঝতে আমরা কতটুকু সফলতা অর্জন করতে পেরেছি।


সরকারি সকল অফিস আদালত সাপ্তাহিক ছুটি দুইদিন। শুক্র এবং শনি। কোন কোন প্রতিষ্ঠান সপ্তাহে দুই দিন ছুটি রয়েছে।

এনসিবি পক্ষ থেকে আরো জানা যায়, শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাস চলে ২১৫ দিন। তবে শনিবারে ছুটি থাকলে ক্লাস হবে ১৮৫ দিন।


এছাড়াও ২০২৪ সাল থেকে নবম শ্রেণীতে মানবিক কমার্স সাইন্স তিন বিভাগ থাকছে না।

প্রসঙ্গত কারণে শিক্ষামন্ত্রী আরো বলেন, শুধু জ্ঞান নয় এর সাথে দক্ষতা অর্জনে মূল নতুন কারিকুলাম এর লক্ষ্য সেটি বাস্তবায়নে আমাদের আগামী দিনের পথচলা।

Newsofdhaka24.com / নিজস্ব প্রতিবেদক

শিক্ষা বিভাগের জনপ্রিয় সংবাদ