
প্রধানমন্ত্রীর শেখ হাসিনা বলেছেন, ঢাকা শহরকে যানজটমুক্ত করতেই এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হয়েছে আমি নিজেই কাওলা থেকে টোল দিয়ে মাত্র ১০ মিনিটে ফার্মগেট এসে পৌঁছেছি।
শনিবার ২ সেপ্টেম্বর ঢাকা শহরের আগারগাওয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠে আয়োজিত সমাবেশে বক্তব্য প্রদান কালে এ কথা বলেন।
তিনি আরো বলেন, জাতির পিতা বলেছিলেন, বাংলাদেশকে দাবীয়ে রাখতে পারবা না, কেউ দাবিয়ে রাখতে পারে নাই।
তিনি বলেছেন, আওয়ামী লীগ সরকার ২০০৯ সালে ক্ষমতায় আসার পর থেকে দেশের যোগাযোগ পরিবহন ও বিদ্যুৎ অবকাঠামো রূপান্তরের লক্ষ্যে বেশ কিছু স্মারক উন্নয়ন প্রকল্প হাতে নেয়। বর্তমান আওয়ামীলীগ সরকার আধুনিক পরিবহন ব্যবস্থা ঢাকা মেট্রোরেল আংশিক চালু করেছে এবং পদ্মা বহুমুখী সেতুর নির্মাণ সহ অন্যান্য মেঘা প্রকল্পের উদ্বোধন করেছে।
এ সময়ে প্রধানমন্ত্রীর আগমন স্লোগানে মুখরিত হয় রাজধানীর শেরেবাংলা নগর এলাকা।
এর আগে বিকেল চারটার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর কাওলা পয়েন্টে এলিভেটেড এক্সপ্রেসওয়ে শুভ উদ্বোধন করেন।
Newsofdhaka24.com / news
আপনার মতামত লিখুন: