• ঢাকা
  • রবিবার, ১৮ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ; ০৩ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

Advertise your products here

ফের কার্যক্রম শুরু করছে ইভ্যালি


Newsofdhaka24.com ; প্রকাশিত: শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২ খ্রিস্টাব্দ, ১২:০৮ এএম
কার্যক্রম শুরু করছে ইভ্যালি
ইভ্যালি

দেশের বাজারে সুনামের শহীদ ওয়ান লাইন ই-কমার্স ইভেলি ব্যবসা করে যাচ্ছিল। যদিও নানান কারণে কিছুদিন এই প্লাটফর্মটি সাময়িক বন্ধ ছিল। পুনরায় নতুন করে পথ চলার আয়োজন করছে প্রতিষ্ঠানটি।


ইভ্যালির সহ-প্রতিষ্ঠাতা স্বামীমা নাসরিন বিষয়টি নিশ্চিত করেছেন।

পরিচালনা পরিষদের সদস্য শামীমা নাসরিন আরো বলেছেন, আমাদের রয়েছেন দুইজন স্বাধীন পরিচালক। একজন ই ক্যাব এবং একজন বাণিজ্য মন্ত্রণালয় থেকে। তাই আমরা আগের তুলনায় এখন বেশি জবাবদিহিতার মধ্যে রয়েছি।

সাইমা নাসরিন আরো বলেন আমরা লসে পণ্য বিক্রয় করব না তবে আমাদের গ্রাহকরা সুলভ মূল্যে পণ্য ক্রয় করতে সক্ষম হবে। কাস্টমারকে সর্বদাই ই ভ্যালি বেস্ট প্রাইস দিতে পারবে বলে আশা করেন।

দেশের এই প্রথম অনলাইন প্লাটফর্ম থেকে পাওয়া যাবে নামিদামি ব্র্যান্ডের পণ্যগুলো।
মোবাইল কম্পিউটার ইলেকট্রনিক্স এক্সোসরিজ গৃহস্থলী সরঞ্জাম থেকে শুরু করে পোশাক জুতার মতো লাইফ স্টাইল সকল পণ্য।

ইভিলি আরো জানিয়েছে গ্রাহক কোনভাবেই যাতে হয়রানি না হয় সেজন্য চালু করবে পিক এন্ড পে, ক্যাশ ওয়ান ডেলিভারি এবং ক্যাশ বি ফোর ডেলিভারি মূল্য পরিশোধের এই তিনটির যেকোনো একটি পদ্ধতি গ্রাহক ব্যবহার করতে পারবেন।

সর্বোপরি জানিয়েছেন খুব অল্প সময়ের মধ্যেই এই প্লাটফর্মটির ওয়েবসাইট চালু করতে যাচ্ছেন।

Newsofdhaka24.com / নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি বিভাগের জনপ্রিয় সংবাদ