
শারমিন নিপা থেকে চলচ্চিত্রে এসে হয়ে যান মাহিয়া মাহি। এবার তার নিজের নামের সাথে নতুন পদবী যুক্ত করলেন।
মাহিয়া মাহি থেকে হয়ে গেলেন মাহিয়া সরকার। সরকার উপাধি।
গত বছরের শেষের দিকে রাকিব সরকার কে বিয়ে করেন মাহি তাই স্বামীর পদবী এবার নিজের নামের সাথে যুক্ত করলেন মাহিয়া সরকার।
মাহিয়া সরকার নামে তার ফেসবুকে শোভা পাচ্ছে নাম পাল্টানোর সঙ্গে সঙ্গে স্বামীর সাথে তোলা তিনটি ছবিও পোস্ট করেন এই চিত্রনায়িকা ক্যাপশনে লেখেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ।
এ বিষয়ে জানতে চাইলে মাহিয়া সরকার নিয়ে জানান অনেকদিন ধরে পদবী যুক্ত করতে চাইছিলাম অবশেষে সেটি করে ফেললাম এজন্য শুকরিয়া জানাই চিত্রনায়িকা মাহিয়া মাহির বিয়ে করেছেন সাবেক ছাত্রলীগ নেতা রাকিব সরকার কে রাকিব সরকারের স্ত্রী রয়েছে রয়েছে সন্তান।
জন্মদিনে বিয়ের উপহার প্রসঙ্গে মাহী বলেছিলেন দিনটি ছিল ওর রাকিবের জন্মদিন আমার তরফ থেকে বিয়ে তার জন্য বার্থডে গিফট।
আমি রাকিবকে অনেক পছন্দ করে ভালোবেসে বিয়ে করছি, তাই তার জীবনের সাথে আমার সকল কিছু জড়িয়ে রাখতে চাই। তাই আমার নামের সাথে তার নামের পদবী যুক্ত করলাম।
Newsofdhaka24.com / Sanjida Akter
আপনার মতামত লিখুন: