• ঢাকা
  • রবিবার, ২১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ; ০৬ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

Advertise your products here

সানি লিওনের বিরুদ্ধে কেন রেগে গেলেন পুরোহিতগন


Newsofdhaka24.com ; প্রকাশিত: শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১ খ্রিস্টাব্দ, ১১:৩৩ পিএম
sani lion

সম্প্রতি দেশের বিখ্যাত অভিনেতা মধুবন মে রাধিকা গানে নেচেছেন সানি লিওন। তারই ধারাবাহিকতায় ভারতের পুরোহিতগন তার উপরে রেগে আছেন এমনকি হুমকিও দিয়েছেন মামলা করার।

ভারতীয় একাধিক গণমাধ্যমে বলা হয়েছে, মধুবন মে রাধিকা নাচে গানের মধ্যে সানি লিওন যে অঙ্গভঙ্গি করেছেন তাতে ভারতের উত্তরপ্রদেশের মথুরার পুরোহিতদের অনেক মতভেদ রয়েছে।

বৃন্দাবনের ধর্ম প্রধান নাভাল গিরি মহারাজ জানিয়েছেন সরকার যদি এর বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ না করে তাহলে আমরা আদালতের শরনাপন্ন হব।

গানটির মধ্যে রয়েছে দিয়ে মানানসই নাচের অঙ্গভঙ্গি পোশাক-পরিচ্ছেদ এমনকি কেউ বলছেন রাধা নটি ছিলেন না আবার কেউ বলছেন মধুবনে রাধিকা এমন অশ্লীল নাচ কখনো করতেন না। তাই সরকারের কাছে দ্রুত আবেদন জানিয়েছেন যেন এই অ্যালবামগুলি ডিলিট করে দেয়া হয়।

Newsofdhaka24.com / নিজস্ব প্রতিবেদক

  • বিষয়:
  • Sani

বিনোদন বিভাগের জনপ্রিয় সংবাদ