সম্প্রতি দেশের বিখ্যাত অভিনেতা মধুবন মে রাধিকা গানে নেচেছেন সানি লিওন। তারই ধারাবাহিকতায় ভারতের পুরোহিতগন তার উপরে রেগে আছেন এমনকি হুমকিও দিয়েছেন মামলা করার।
ভারতীয় একাধিক গণমাধ্যমে বলা হয়েছে, মধুবন মে রাধিকা নাচে গানের মধ্যে সানি লিওন যে অঙ্গভঙ্গি করেছেন তাতে ভারতের উত্তরপ্রদেশের মথুরার পুরোহিতদের অনেক মতভেদ রয়েছে।
বৃন্দাবনের ধর্ম প্রধান নাভাল গিরি মহারাজ জানিয়েছেন সরকার যদি এর বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ না করে তাহলে আমরা আদালতের শরনাপন্ন হব।
গানটির মধ্যে রয়েছে দিয়ে মানানসই নাচের অঙ্গভঙ্গি পোশাক-পরিচ্ছেদ এমনকি কেউ বলছেন রাধা নটি ছিলেন না আবার কেউ বলছেন মধুবনে রাধিকা এমন অশ্লীল নাচ কখনো করতেন না। তাই সরকারের কাছে দ্রুত আবেদন জানিয়েছেন যেন এই অ্যালবামগুলি ডিলিট করে দেয়া হয়।
Newsofdhaka24.com / নিজস্ব প্রতিবেদক
আপনার মতামত লিখুন: