
হাওয়া সিনেমার পরিচালক মিসবাউর রহমান সুমন। যদিও এটি তার প্রথম সিনেমা। কিন্তু সুন্দর্য এবং মাধুর্য হাস্য রসাত্মক আবার কখনো করুন রসাত্মক দিয়ে সাজিয়েছেন সমুদ্রের মধ্যে চান মাঝি ও বেদে কন্যা কে নিয়ে সুন্দর কাহিনী।
দর্শকদের মধ্যে এই ছবির একটি গান বেশি সাড়া 'ফেলেছে, সাদা সাদা কালা কালা' গানটি লিখেছেন এবং শুরু করেছেন নারায়ণগঞ্জের তল্লা সবুজবাগ এলাকার হাসিম মাহমুদ।
খবর ছাড়া বাদ্যযন্ত্র আর কিছু ব্যবহার করা হয়নি এই গানটিতে। সব নৌকার মাঝি কাঠ বাস হাড়ি পাতিল বাজিয়ে দীর্ঘদিন ধরে গানটির সঙ্গীত আয়োজন করেছেন ইমন চৌধুরী।
এই সকল যন্ত্র বাজিয়েছেন মিঠুন চক্র। ছবিটি দর্শকদের মাঝে অনেক ভালো লেগেছে। তাই এই সিনেমা দেখার জন্য পুনরায় টিকেট নিতে চান দর্শকরা।
Newsofdhaka24.com / নিজস্ব প্রতিবেদক
আপনার মতামত লিখুন: