রাজধানীতে পানির মূল্য ২০% বাড়াতে চাই ঢাকা ওয়াসা কর্তৃপক্ষ। ভর্তুকি কমাতে পানির দাম বাড়ানোর প্রস্তাব করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা ওয়াসা।
আজ বুধবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর কাওরান বাজারে সাংবাদিকদের জানিয়েছেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান।
ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান আরও জানান আমরা ২০ পার্সেন্ট বাড়ানোর প্রস্তাব দিয়েছি সরকার যদি আরও বাড়াতে চায় তাহলে আমাদের আপত্তি নেই।
তিনি আরো জানিয়েছেন ঢাকা ওয়াসার ১,০০০ লিটার পানি উৎপাদন করতে ২৫ টাকা খরচ হয় সে ক্ষেত্রে বিক্রি করা হয় ১৫ টাকা মূল্যে।
আইন অনুসারে বাৎসরিক ৫% সমন্বয় করতে পারে ওয়াসা আমরা মনে করছি ৫ শতাংশ বৃদ্ধি করলে হবে না এ কারণে আমরা মন্ত্রণালয় থেকে ২০ শতাংশ বাড়ানোর প্রস্তাব দিয়েছি।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, ২০২১ সালের দাম বাড়ানোর পর রাজধানীর আবাসিক গ্রাহকরা প্রতি ১,০০০ লিটার পানির জন্য ১৫ টাকা ১৮ পয়সায় গুনছেন আর বাণিজ্যিক গ্রাহকদের প্রতি ১,০০০ লিটার পানির দাম দিতে হয় ৪২ টাকা বসার প্রস্তাব অনুযায়ী ২০% দাম বাড়ালে হোক আবাসিক গ্রাহকদের প্রতি হাজার লিটার পানির জন্য দাম গুনতে হবে ১৮ টাকা ২১ পয়সা। তাই একই হারে দাম বাড়লে বাণিজ্যিক গ্রাহককে প্রতি হাজার লিটার এর জন্য ৫০ টাকা ৪০ পয়সা হারে মূল্য গুনতে হবে।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আরো বলেন, পানির যেটি প্রকৃত উৎপাদন খরচ, আমরা তার চেয়ে কম মূল্যে দিচ্ছি।
তাই আমরা মনে করছি ২০% পানির মূল্য বৃদ্ধি করলে কিছুটা সামঞ্জস্যপূর্ণ হবে।
Newsofdhaka24.com / Sanjida Akter
আপনার মতামত লিখুন: