• ঢাকা
  • সোমবার, ২৫ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ; ০৯ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

Advertise your products here

বন্যার্থ মানুষের পাশে আলফাডাঙ্গা কওমি ওলামা পরিষদ, সহযোগিতা করলেন হিন্দু নেতারাও


Newsofdhaka24.com ; প্রকাশিত: রবিবার, ০১ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৮:১১ পিএম
বন্যার্থ মানুষের পাশে,
বন্যার্থ মানুষের পাশে আলফাডাঙ্গা কওমি ওলামা পরিষদ,

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা কওমী উলামা পরিষদের উদ্যোগে  বানভাসি  লক্ষ্মীপুর  জেলায় কয়েকটি গ্রাম এলাকায় মানুষের মাঝে  খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেছেন।    গত শুক্রবার  আলফাডাঙ্গা থেকে রাতে ট্রাকযোগে রওনা হয়ে  শনিবার দিনব্যাপী  মানুষের মাঝে ১৫ প্রকারের খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করে  রবিবার সকালে গন্তব্যে ফেরত আসে।

উপজেলার কওমী উলামা পরিষদের উদ্যোগে  মুসলিম কল্যাণ ফাউন্ডেশন,  ঐতিহ্যে গোপালপুর, মানবসেবা ফাউন্ডেশন, আবনায়ে চান্দড়া মাদরাসা, পূজা উৎযাপন কমিটি ও  ছাত্র সমাজ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সম্মিলিত জোট ও জনসাধারনের দেওয়া অর্থে  বিস্কুট, চিনি, লবন,পিয়াজ,সয়াবিন, সরিসা তেল মোমবাতি,ডাল,আলু,মুড়ি,চাল, শুকনা মরিচ,চিড়া, ঔষধ,বাচ্চা গুড়া সাবান,চকলেট বন্যায় বিপর্যস্ত মানুষের নিত্য প্রয়োজনীয় পণ্য ও নগদ অর্থ বিতরন করেন।

লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার ৫নং পার্বতী নগর ইউনিয়নের পার্বতীনগর, আহলাদীনগর ও গৈইবপুর গ্রামে এবং ৬ নং বাঙ্গাখা ইউনিয়নের বাঙ্গা খা, মহেশপুর, নেয়ামতপুর, আবিরখিল গ্রামের ৪৬০ টি ও কুশাখালি ইউনিয়নে নলডগী গ্রামে ২০০ শত পরিবার এবং নগদ অর্থসহ মোট  প্রায় ১০০০ পরিবারের মাঝে সাড়ে চার লক্ষ টাকার অধিক   বিতরন করেন। দূর্গত জনপদে উপহার সামগ্রী বিতরন শেষ করে এসে প্রতিবেদক কে মাওলানা তামিম আহমেদ জানান, দেশের যেকোনো প্রান্তে দুর্যোগকালীন সময়ে মানবতার সেবায় আলফাডাঙ্গা কওমী উলামা পরিষদ সহযোগিতা করেছেন এবং ভবিষ্যতেও করবে।

তাদের সহযোগিতা করার জন্য আলফাডাঙ্গার সর্বস্তরের সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। আলফাডাঙ্গা কওমী উলামা পরিষদের প্রতিনিধি হিসেবে সর্বাত্মক সহযোগিতা করছেন- মুফতি সিরাজুল ইসলাম, মাওলানা আমিনুল্লাহ, মাওলানা আহসানুল্লাহ, মুফতি কুতুবউদ্দীন ফরিদী, মাওলানা তামিম উদ্দীন আহমেদ, হাফেজ আসাদুজ্জামান, স্বেচ্ছাসেবী হাফেজ ফেরদৌস খান, মাসুদ, শেখ আমজাদ হোসেন, শফিকুল ইসলাম ও স্ব স্ব ইউনিয়নের প্রতিনিধিরা।

নিউজঅবঢাকা/আ/ই

Newsofdhaka24.com / News

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ