বাংলাদেশকে যুক্তরাষ্ট্র আরো ৯৬ লাখ করোণা ভ্যাকসিন উপহার দিয়েছে। এই পর্যন্ত যুক্তরাষ্ট্র ২ কোটি ৮০ লাখ টাকা উপহার দিয়েছে বাংলাদেশকে।
শনিবার মার্কিন দূতাবাসের এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়, বিজ্ঞপ্তিতে আরও বলা হয় এই অনুদান বাংলাদেশকে দেশব্যাপী সম্মুখ সারির কর্মী ও প্রবীণ নাগরিকদের বুস্টার ডোজ হিসাবে খুবই কার্যকরী। আমেরিকান জনগণের পক্ষ থেকে বাংলাদেশের জনগণের জন্য উপহার সরুপ দেয়া হয়েছে এই টাকাগুলো।
ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত মিলার আরো বলেন বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে গত তিন বছর কোভিড-১৯ মানে মোকাবেলায় আমরা একসঙ্গে কাজ করতে পেরে গর্ববোধ করছি। ২০২২ সালে প্রবেশ্য বিশ্বব্যাপী শতকোটি টিকার ডোজ পৌঁছে দেয়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে আমেরিকা। যাতে করে বিশ্বের সকল দেশে টিকার ডোজ পৌঁছে যায়।
এবং এই করোনাভাইরাস থেকে রক্ষা পায়।
Newsofdhaka24.com / নিজস্ব প্রতিবেদক
আপনার মতামত লিখুন: