• ঢাকা
  • শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ; ২৯ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

Advertise your products here

মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন


Newsofdhaka24.com ; প্রকাশিত: বুধবার, ১৭ আগষ্ট, ২০২২ খ্রিস্টাব্দ, ১২:৫৮ পিএম
মুজিবুর রহমান
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,

কবি শেখ সাদী (র) মানব জীবনের কর্মফলকে খুব গভীরভাবে গবেষণা করেছেন।  
মানুষ আসে আবার চলে যায়। কিন্তু তার কর্মফল থেকে যায়। আমরণ হয়ে। 

যতকাল রবে পদ্মা, মেঘনা, গৌরি, যমুনা, বহমান ততকাল রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান।

একজন শিশু যখন জন্ম নেয়, তখন সে একান্তই ইন্দ্রিয় সর্বস্ব প্রাণী, ক্রমান্বয়ে মাতার কাছ থেকে শিক্ষা লাভ করতে থাকে। পরবর্তীতে পরিবারের সবার কাছ থেকে খেলার সাথীদের কাছ থেকে শিক্ষা অর্জন করতে থাকে। 

ক্রমান্বয়ে তার কর্মফলের কারণে দেশ বিশ্ব জাতি তাকে চিনতে পারে। 

আপনি যদি পৃথিবীতে কিঞ্চিত পরিমাণ ভালো কাজ করে থাকেন তার প্রতিদান মহান সৃষ্টিকর্তা আল্লাহ তা'আলা আপনাকে উপহারস্বরূপ দিবেন। 

আমাদের সকলেরই তার নিকট প্রত্যাবর্তন করতে হবে। সুতরাং আমাদের সকলেরই সর্বদা ভালো কাজ করার লক্ষ্যে এগিয়ে যাওয়া উচিত।

Newsofdhaka24.com / সানজিদা আক্তার এশা

আর্ন্তজাতিক বিভাগের জনপ্রিয় সংবাদ