মহাকাশ গবেষণা, কুশিয়ার নদীর পানি প্রত্যাহার রেলের আধুনিকায়ন সহ বিভিন্ন সহযোগিতায় এগিয়ে নিতে ভারতের সঙ্গে সাতটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন বাংলাদেশ সরকার।
ভারতের দিল্লির হায়দ্রাবাদ হাউজে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই দেশের কর্মকর্তাদের নিয়ে এসব স্মারক সই করেন।
ভারত সফরে গিয়ে দুই দেশের প্রধানমন্ত্রী প্রথমে একান্ত বৈঠক করেন পরবর্তীতে দুই দেশের সরকার প্রধানের নেতৃত্বে বাংলাদেশ-ভারত দ্বীপাক্ষীয় বৈঠক শুরু হয়।
আলোচনার মূল প্রতিপাদ্য, জ্বালানি, বাণিজ্য, অভিন্ন নদীর পানি বন্টন, রোহিঙ্গা সমস্যার সমাধানের সহযোগিতার পাশাপাশি দুই দেশের সুসম্পর্ক শক্তিশালী করার লক্ষ্যে।
চুক্তি স্বাক্ষর শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ মাধ্যমে জানিয়েছেন গত কয়েক দশক বাংলাদেশ এবং ভারত মিলে অগ্রগতি অর্জন করেছে বন্ধুত্ব ও সহযোগিতার চেতনায় দুই দেশ অনেকগুলো সমস্যার সমাধান করেছে।
প্রধানমন্ত্রী আরো বলেন ভারত বাংলাদেশের নিকটতম প্রতিবেশী বন্ধু রাষ্ট্র।
যেসব বিষয়ে সমঝোতা:
Newsofdhaka24.com / নিজস্ব প্রতিবেদক
আপনার মতামত লিখুন: