• ঢাকা
  • শুক্রবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ১৩ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

Advertise your products here

ভারতের সঙ্গে বাংলাদেশের ৭ সমঝোতা স্বারক


Newsofdhaka24.com ; প্রকাশিত: বৃহস্পতিবার, ০৮ সেপ্টেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ১২:১৬ পিএম
বাংলাদেশ
ভারতের সঙ্গে বাংলাদেশের ৭ সমঝোতা স্বারক,

মহাকাশ গবেষণা, কুশিয়ার নদীর পানি প্রত্যাহার রেলের আধুনিকায়ন সহ বিভিন্ন সহযোগিতায় এগিয়ে নিতে ভারতের সঙ্গে সাতটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন বাংলাদেশ সরকার।

 

ভারতের দিল্লির হায়দ্রাবাদ হাউজে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই দেশের কর্মকর্তাদের নিয়ে এসব স্মারক সই করেন।

 

ভারত সফরে গিয়ে দুই দেশের প্রধানমন্ত্রী প্রথমে একান্ত বৈঠক করেন পরবর্তীতে দুই দেশের সরকার প্রধানের নেতৃত্বে বাংলাদেশ-ভারত দ্বীপাক্ষীয় বৈঠক শুরু হয়।

 

আলোচনার মূল প্রতিপাদ্য, জ্বালানি, বাণিজ্য, অভিন্ন নদীর পানি বন্টন, রোহিঙ্গা সমস্যার সমাধানের সহযোগিতার পাশাপাশি দুই দেশের সুসম্পর্ক শক্তিশালী করার লক্ষ্যে।

 

চুক্তি স্বাক্ষর শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ মাধ্যমে জানিয়েছেন গত কয়েক দশক বাংলাদেশ এবং ভারত মিলে অগ্রগতি অর্জন করেছে বন্ধুত্ব ও সহযোগিতার চেতনায় দুই দেশ অনেকগুলো সমস্যার সমাধান করেছে।

 

প্রধানমন্ত্রী আরো বলেন ভারত বাংলাদেশের নিকটতম প্রতিবেশী বন্ধু রাষ্ট্র।

 

যেসব বিষয়ে সমঝোতা:

  • সুরমা-কুশিয়ারা প্রকল্পের অধীনে কুশিয়ার নদী থেকে বাংলাদেশের ১৫৩ কিউসেক পানি প্রত্যাহারের বিষয়ে সমঝোতা স্মারক (এমওইউ)
  • বৈজ্ঞানিক সহযোগিতা বিষয়ে ভারতের বিজ্ঞান শিল্প গবেষণা পরিষদের (সিএসআইআর) সঙ্গে বাংলাদেশের সিএসআইআরের মধ্যে সমঝোতা স্মারক।
  • বাংলাদেশের সুপ্রিম কোর্টের সঙ্গে ভারতের ভোপালে ন্যাশনাল জুডিশিয়াল অ্যাকাডেমির মধ্যে একটি সমঝোতা স্মারক।
  • ভারতের রেলওয়ের প্রশিক্ষণ ইনস্টিটিউটগুলোতে বাংলাদেশ রেল কর্মীদের প্রশিক্ষণের জন্য দুই দেশের রেল মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা স্মারক।
  • বাংলাদেশ রেলওয়ের তথ্যপ্রযুক্তিগত সহযোগিতার জন্য ভারত বাংলাদেশের রেল মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা স্মারক।
  • ভারতের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমপ্রসার ভারতীরসঙ্গে বাংলাদেশ টেলিভিশনের সমঝোতা স্মারক।
  • মহাশূন্য প্রযুক্তি ক্ষেত্রে সহযোগিতা বিষয়ে বিটিসিএল এবং এনএসআইএল এর মধ্যে সমঝোতা স্মারক

 

 

Newsofdhaka24.com / নিজস্ব প্রতিবেদক

আর্ন্তজাতিক বিভাগের জনপ্রিয় সংবাদ