করোনা মহামারীর প্রথম থেকেই শ্রীলঙ্কায় অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে। যা গত কয়েক দশকের মধ্যে দেশটি এমন সংকট দেখা যায় নাই। এমন পরিস্থিতিতে সেখানে সরকার বিরোধী আন্দোলন জোরদার হচ্ছে এবং রাজপথে নেমেছেন সাধারন জনগন। অনেকেই প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের পদত্যাগ দাবি জানাচ্ছেন।
মঙ্গলবার ১৫ মার্চ, কলোম্বর প্রেসিডেন্টের কার্যালয়ের বাইরে হাজার হাজার জনগণ জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। শ্রীলঙ্কার বিরোধীদল ইউনাইটেড পিপল’স ফোর্স এ বিক্ষোভের নেতৃত্ব দিয়েছেন।
বিরোধী নেতা সজিথ প্রেমাদাসা এতে বক্তব্য রাখেন। তিনি জানিয়েছেন, সরকারকে সরিয়ে দেওয়ার জন্য আন্দোলন শুরু হয়ে গেছে। তিনি জনসাধারণর উদ্দেশ্য বলেন, দুই বছর ধরে আপনারা সংগ্রাম করছেন। আরও কষ্ট কি আপনারা করতে চান? বর্তমান সরকারকে অশুভ শক্তি বলেও অভিহিত করেন তিনি।
বিক্ষোভকারীরা সরকারের বিরুদ্ধে অর্থনীতির অব্যবস্থাপনা ও বৈদেশিক মুদ্রার সংকট সৃষ্টির অভিযোগ তুলে ধরেছেন। এজন্য দেশে প্রয়োজনীয় জ্বালানি, রান্নার গ্যাস, গুড়াদুধ ও ওষুধের ঘাটতি দেখা দিয়েছে বলেও অভিযোগ করেন তারা।
জানা গেছে, বৈদেশিক রিজার্ভের পরিমাণ কমে যাওয়ায় দেশটির সরকার আমদানির অর্থ পরিশোধে হিমশিম খাচ্ছে। পর্যাপ্ত জ্বালানি না থাকায় প্রভাব পড়েছে পরিবহনের ওপর। এদিকে বেড়েছে লোডশেডিংও।
Newsofdhaka24.com / নিজস্ব প্রতিবেদক
আপনার মতামত লিখুন: