মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের হিজাব বিতর্ক নিয়ে এবার মুখ খুললেন। মার্কিন সরকারের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক একটি সংস্থ বলেছেন। ভারতের কর্নাটকের শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব নিষিদ্ধের সিদ্ধান্ত ধর্মীয় স্বাধীনতার পরিপন্থী। এ অবস্থা নিয়ে রাজ্য সরকারের কড়া সমালোচনা করেছেন তারা।
তবে যুক্তরাষ্ট্রের এমন নিন্দার পরিপ্রেক্ষিতে ভারত জানিয়েছে এটি দেশের অভ্যন্তরীণ বিষয়। সংবাদ এনডিটিভির।
গত শুক্রবার ১১ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র সরকার আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক অ্যাম্বাসেডর-অ্যাট-লার্জ জানিয়েছেন এ তথ্য, ধর্মীয় স্বাধীনতার মধ্যে ধর্মীয় পোশাক পরিধানের সুযোগ দিতে হবে। স্কুলে হিজাব নিষিদ্ধের সিদ্ধান্ত ধর্মীয় স্বাধীনতা কে নারীদের স্বাধীনতা লংঘন করছে।
কর্ণাটক ধর্মীয় পোশাক এর অনুমতি নির্ধারণ করার ক্ষমতা রাখে না।
রাশাদ গত ডিসেম্বর মার্কিন সরকারের ইন্টারন্যাশনাল রেলিজিয়াস ফ্রিডম পদে নিযুক্ত হয়েছেন।
মার্কিন কর্মকর্তাদের এমন নেতার প্রতিক্রিয়া জানিয়েছেন ভারত সরকার ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বিতর্ককে দেশটির অভ্যন্তরীণ বিষয় উল্লেখ করে জানিয়েছেন ভারতকে রা ভালোভাবে চেনে তারা ঠিকই বাস্তবতা বুঝতে পারবে।
প্রসঙ্গত কারণে ভারতের মুখপাত্র বলেছেন, কর্ণাটকের কিছু শিক্ষা প্রতিষ্ঠান ড্রেসকোড সংক্রান্ত বিষয় নিয়ে হাইকোর্টে বিচারাধীন।
তিনি আরো বলেছেন ভারতকে যারা ভালোভাবে চিনেন তারা সঠিক বাস্তবতা বুঝতে পারবেন আমাদের দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে উদ্দেশ্যপ্রণোদিত মন্তব্য স্বাগত নয়।
মঙ্গলবার ৮ ফেব্রুয়ারি থেকে মুসকান খানের মুখোমুখি হিন্দুত্ববাদীদের সঙ্গে একটি ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে।
ভারতের হাইকোর্ট এ বলা হয়েছিল যতদিন এ বিষয়ে মামলা চলছে ততদিন ধর্মীয় পোশাক পরে শিক্ষার্থীদের স্কুল কলেজে যাওয়া থেকে বিরত থাকতে হবে। আগামী ১৪ ফেব্রুয়ারি দুপুরে আবারো এ বিষয়ে শুনানি হবে হাইকোর্টে।
Newsofdhaka24.com / নিজস্ব প্রতিবেদক
আপনার মতামত লিখুন: