
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ২০২৪ সালের ৭ জানুয়ারি। আজ বুধবার সন্ধ্যা সাতটায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশন সিইসি কাজী হাবিবুল আউয়াল।
আজ রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবন থেকে সিইসির ভাষণ বাংলাদেশ টেলিভিশন বেতারসহ বিভিন্ন যোগাযোগ মাধ্যমে সম্প্রচার করা হয়েছে।
ভাষণে সিইসি বলেন, কমিশন তার আয়ত্তে থাকা সব সামর্থ্য দিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করতে দায়িত্ব পালন করবে।
৩০ নভেম্বর মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ। মনোনয়নপত্র যাচাই বাছাই এক থেকে চার ডিসেম্বরের মধ্যে। প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর। ২৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দ।
Newsofdhaka24.com / News
আপনার মতামত লিখুন: