ঐতিহাসিক ১০ জানুয়ারি আজ, ১৯৭২ সালের এই দিনে পাকিস্তান থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্ত হয়ে বাংলা দেশে স্বাধীন হয়ে ফিরে আসেন। আজ ৫০ বছর পূর্তি ঐতিহাসিক দিবস। বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে দিবসটি পালন করা করছে আজ আওয়ামী লীগের বিভিন্ন দল সহযোগী সংগঠন।
রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর দেশে ফেরার উপলক্ষে এ দিবসটি ।
ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আওয়ামী লীগের নানান কর্মসূচি। আজ সকাল ছয়টায় দলের কেন্দ্রীয় কার্যালয় বঙ্গবন্ধু ভবন ও সারাদেশে সংগঠনের সব কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে সকাল আটটায় বঙ্গবন্ধুর ভবনের সামনের জাতির পিতা প্রকৃত শ্রদ্ধাঞ্জলি প্রেরণ করা হবে।
এগারোটায় বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত তার নিজ গ্রামের বাড়ি টুঙ্গিপাড়ায় সমাধিতে আওয়ামী লীগের প্রতিনিধি দলের শ্রদ্ধা নিবেদন করা হবে।
এছাড়াও সারাদেশে বঙ্গবন্ধুর দেশে ফেরার ৫০ বছর উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
Newsofdhaka24.com / নিজস্ব প্রতিবেদক
আপনার মতামত লিখুন: