• ঢাকা
  • শুক্রবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ১৩ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

Advertise your products here

জর্ডানে সংসদের মধ্যে এমপিদের মারামারি


Newsofdhaka24.com ; প্রকাশিত: বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১ খ্রিস্টাব্দ, ১০:২৫ পিএম
MP Jorden

আইন প্রণেতারা জর্ডানে সংসদের অধিবেশনের মধ্যে মারামারিতে লিপ্ত হয়েছেন। মঙ্গলবার 28 ডিসেম্বর সংসদ অধিবেশনে কয়েকজন আইনপ্রণেতার উত্তপ্ত বাক্যবিনিময় এরপর শুরু হয় এই মারামারি জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানিয়েছে, সংসদ চলাকালীন সময়ে এক আইনপ্রণেতা বিতর্কিত মন্তব্য করেন তার ওই মন্তব্যকে আইন প্রণেতাদের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। পরবর্তীতে স্পিকার আইন প্রণেতা কে সংসদ কক্ষ ত্যাগ করার জন্য অনুরোধ করেন।

স্পিকারের এই আহ্বানের পর সংসদে বেশ কয়েকজনের মধ্যে একে অপরকে লক্ষ্য করে কিল ঘুষি মারতে শুরু করেন। দেশটির সরকারি টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত সংসদ অধিবেশনের ভিডিও ফুটেজে দেখা গিয়েছে।

এই সবাই জর্ডানের সংসদ চলাকালীন সময়ে বিতর্কিতভাবে কিছু সময় চেচামেচি হয়।

সংসদ অধিবেশনে প্রত্যক্ষদর্শী ও আইন প্রণেতা খলিল আতিয়ে বলেন কয়েকজন সংসদ সদস্যের বাকবিতণ্ডায় মুষ্টিযুদ্ধে রূপ নিয়েছিল।

এই ধরনের আচরণ আমাদের জনগনের কাছে সমীচীন নয় এবং আমাদের দেশের সুনাম এর ক্ষতি করেছে। সূত্র রয়টার্স।

Newsofdhaka24.com / Desk Report

আর্ন্তজাতিক বিভাগের জনপ্রিয় সংবাদ