• ঢাকা
  • শুক্রবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ১৩ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

Advertise your products here

টিসিবি ১,২৬০ টাকার প্যাকেজ ৮৬০ টাকায়


Newsofdhaka24.com ; প্রকাশিত: সোমবার, ২১ মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ, ১১:৫৬ পিএম
টিসিবি
টিসিবি ১,২৬০ টাকার প্যাকেজ ৮৬০টাকায়,

২১ মার্চ সোমবার রাজধানীর বিভিন্ন এলাকায় ছোলা বিক্রি কার্যক্রম করছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।
একজন ক্রেতা কিনতে পারবে সর্বোচ্চ ৫ কেজি ছোলা।
বিক্রয় কার্যক্রম চলবে আগের মতই।
ছোলার সঙ্গে চিনি ,ডাল, সয়াবিন তেল পাওয়া যাবে।
সয়াবিন তেল কিনতে পারবে ১১০ টাকায় ২ লিটার, ছোলা পাওয়া যাবে ৫০ টাকা দরে ৫ কেজি, পেঁয়াজ পাওয়া যাবে ৩০ টাকা দরে, ৫৫ টাকা করে দুই কেজি চিনি, ২ কেজি মুসুর ডাল ৬৫ টাকায়।
বাজারজাত মূল্য ১২৭৬ টাকা, পুরো প্যাকেজের দাম পাওয়া যাবে ৮৬০ টাকা।
দৈনিক  ১৫০ ট্রাকে পণ্য বিক্রি করবে টিসিবি ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায়।
টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির জানিয়েছেন আগামী সপ্তাহ থেকে পাওয়া যাবে খেজুর ও।
টিসিবির এই বিক্রয় কার্যক্রম চলবে প্রথম পর্ব ২৪ মার্চ পর্যন্ত।২৭ মার্চ  থেকে শুরু হয়ে শেষ হবে ২৫ এপ্রিল দ্বিতীয় পর্ব।
রাজধানীতে মোট ১৫০ টি পয়েন্টে টিসিবির ট্রাকে পণ্য পাওয়া যাবে প্রতিদিন শুক্রবার ছাড়া।
 গত ২০ মার্চ থেকে দেশের সব ক'টি সিটি করপোরেশন  জেলা ও উপজেলা পর্যায়ে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রয় করা হবে। ঢাকা মহানগর ও বরিশাল সিটি কর্পোরেশন ছাড়া।

Newsofdhaka24.com / নিজস্ব প্রতিবেদক

রাজধানী বিভাগের জনপ্রিয় সংবাদ