
ঘূর্ণিঝড় নিধিলির প্রভাবে রাজধানীতে গতকাল রাত থেকেই শুরু হয়েছে টানা ভারি বর্ষণ। আজ শুক্রবার ছুটির দিন হওয়ায় রাস্তায় অফিস-গামী লোকজনের ভিড় নেই। তবে যারা খেটে খাওয়া দিনমজুর রিক্সা চালক তাদের বাহির হতে হয়েছে বৃষ্টির মধ্যেই।
রাজধানীর বিভিন্ন অঞ্চল ঘুরে এই চিত্র দেখা দিয়েছে।
এই বৃষ্টিতে বেশিরভাগ ভোগান্তিতে পড়েছে রিকশা চালকরা। রোজগারের আশায় বৃষ্টিতে ভিজেই চালাতে হচ্ছে রিকশা। রিকশা চালক মান্নান ভূইয়া বলেন আমরা গরীব মানুষ একদিন রিকশা না চালাইলে খাইতে পারি না। দু মুঠো রোজগারের আশায় হাজার কষ্টের মধ্যেও বের হতে হয়েছে এই বৃষ্টির মধ্যে।
সরকারি ছুটির দিন হওয়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে কিন্তু সরকারি চাকুরী নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এ সকল শিক্ষার্থীরা সকালে বের হয়েছে দেখে বৃষ্টি। পরীক্ষা শেষেও দেখছে বৃষ্টি এখন ভিজে যেতে হবে বাসায়।
ঘূর্ণিঝড় মিধিলি বাংলাদেশের উপকূলে ২৬৫ কিলোমিটারের মধ্যে চলে আসায় মংলা ও পায়রা সমুদ্র বন্দরে ৭ নম্বর এবং চট্টগ্রাম ও কক্সবাজারের সমুদ্রে বন্দরে ৬ নম্বর বিপদ সংকেত জারি করা হয়েছে।
Newsofdhaka24.com / News
আপনার মতামত লিখুন: