• ঢাকা
  • রবিবার, ২১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ; ০৬ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

Advertise your products here

আগাম করোনা টেস্ট লাগবেনা থাইল্যান্ড প্রবেশে


Newsofdhaka24.com ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ, ০৩:৪২ পিএম
থাইল্যান্ড
থাইল্যান্ড প্রবেশে আগাম করোনা টেস্ট লাগবেনা

থাইল্যন্ডে নতুন নির্দেশনা জারি হয়েছে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা যাত্রীদের জন্য।
দেশটিতে প্রবেশের আগে লাগবে না কোন করোনা টেস্ট, করোনার পূর্ণাঙ্গ খোঁজ নেওয়া থাকলে।
কোয়ারেন্টাইন এ থাকতে হবেনা যাত্রীদের।
থাইল্যান্ড এ বিষয়ে সিদ্ধান্ত কার্যকর করা হবে আগামী ১লা এপ্রিল থেকে।


দেশটি এ তথ্য জানায় বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ কে (বেবিচক) এর  চিঠির মাধ্যমে।
বাংলাদেশী যাত্রীদের থাইল্যান্ড যাওয়ার আগে কোনো আগাম করোনা টেস্ট করাতে হবে না এ তথ্য জানায় থাইল্যান্ড।
এছাড়া তাদের থাইল্যান্ড পৌঁছে তাদের বিমানবন্দরে একবার আরটি পিসিআর টেস্ট করতে হবে বলে জানানো হয়েছে।


ভ্রমণের ৫ দিনের মধ্যে যাত্রীদের  রাপিড অ্যান্টিজেন টেস্ট করে নেগেটিভ সার্টিফিকেট নিয়ে থাইল্যান্ড এ থাকতে হবে।
আগে থাইল্যান্ড গামী যাত্রীদের ৫০ হাজার ডলার কভারেজ সহ হেলথ ইন্সুরেন্স এর প্রয়োজন হতো।
১০ হাজার ডলারে আনা হয়েছে কাভারেজের পরিমাণ কমিয়ে।

Newsofdhaka24.com / নিজস্ব প্রতিবেদক

জাতীয় বিভাগের জনপ্রিয় সংবাদ