থাইল্যন্ডে নতুন নির্দেশনা জারি হয়েছে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা যাত্রীদের জন্য।
দেশটিতে প্রবেশের আগে লাগবে না কোন করোনা টেস্ট, করোনার পূর্ণাঙ্গ খোঁজ নেওয়া থাকলে।
কোয়ারেন্টাইন এ থাকতে হবেনা যাত্রীদের।
থাইল্যান্ড এ বিষয়ে সিদ্ধান্ত কার্যকর করা হবে আগামী ১লা এপ্রিল থেকে।
দেশটি এ তথ্য জানায় বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ কে (বেবিচক) এর চিঠির মাধ্যমে।
বাংলাদেশী যাত্রীদের থাইল্যান্ড যাওয়ার আগে কোনো আগাম করোনা টেস্ট করাতে হবে না এ তথ্য জানায় থাইল্যান্ড।
এছাড়া তাদের থাইল্যান্ড পৌঁছে তাদের বিমানবন্দরে একবার আরটি পিসিআর টেস্ট করতে হবে বলে জানানো হয়েছে।
ভ্রমণের ৫ দিনের মধ্যে যাত্রীদের রাপিড অ্যান্টিজেন টেস্ট করে নেগেটিভ সার্টিফিকেট নিয়ে থাইল্যান্ড এ থাকতে হবে।
আগে থাইল্যান্ড গামী যাত্রীদের ৫০ হাজার ডলার কভারেজ সহ হেলথ ইন্সুরেন্স এর প্রয়োজন হতো।
১০ হাজার ডলারে আনা হয়েছে কাভারেজের পরিমাণ কমিয়ে।
Newsofdhaka24.com / নিজস্ব প্রতিবেদক
আপনার মতামত লিখুন: