
সুখবর' বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী জানান, বাংলাদেশের কর্মীদের জন্য ৫০০০ ভিসা ইস্যু করবে রোমানিয়া।
ড. মোমেন বলেন রোমানিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় আগামী মাস থেকে ৩ মাসের জন্য ঢাকায় ৬ সদস্যের একটি কনস্যুলার টিম পাঠাবে।
তারা ৩ হাজার মুলতবি ভিসাসহ প্রায় ৫০০০ ভিসা ইস্যু করবে।
পররাষ্ট্র মন্ত্রী ড. মোমেন বলেন এই কনস্যুলার টিমের কিছু স্থায়ী সহায়তা প্রয়োজন হবে। তারা এই প্রথম বিদেশে এ ধরনের কনস্যুলার মিশন পাঠাচ্ছে।
বাংলাদেশের কোন মিশন নেই রোমানিয়ায়।
রোমানিয়া বাংলাদেশের সঙ্গে যোগাযোগ করে ভারতের দিল্লির মিশন থেকে।
২০২১সালের ২২ ফেব্রুয়ারি পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেছিলেন, ঢাকার মিশন খোলার পর ইউরোপ দেশ রোমানিয়া বাংলাদেশ থেকে দুই থেকে চার হাজার শ্রমিক নেবে।
পররাষ্ট্রমন্ত্রী জানান, ঢাকার মিশন খুলবে রোমানিয়া। রোমানিয়া বাংলাদেশ থেকে শ্রমিক নিতে চান মাংস উৎপাদনের খাতের জন্য।
ইউরোপিয়ান দেশের রোমানিয়া ঢাকার নতুন মিশন খোলার পরে সেখানে দুই থেকে চার হাজার মানুষ নেয়ার সুযোগ তৈরি করা হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, রোমানিয়ায় মাংস উৎপাদনের বিশেষ করে হালাল মুরগি উৎপাদনের প্রতিষ্ঠানে শ্রমিক নেবে বলে জানিয়েছেন।
উল্লেখ্য বাংলাদেশে রোমানিয়ার কোন এম্বাসি নেই তবে ভারতের দিল্লি থেকে রোমানিয়ায় বাংলাদেশের সঙ্গে যোগাযোগ করেন।
Newsofdhaka24.com / নিজস্ব প্রতিবেদক
আপনার মতামত লিখুন: