এগুলোর মধ্যে অন্যতম ডলার সংকট, জ্বালানি সংকট, খাদ্য সংকট, বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির গবেষণা থেকে এ তথ্যগুলো জানা যায়। এছাড়াও দেশের সাধারণ জনগণ অনেকটাই অনুভব করতে পারছে নুন আনতে পান্তা ফুরায়।
রাজধানীর ধানমন্ডিতে সিপিডি কার্জনের বিশ্ব অর্থনীতিতে মন্দার আভাস ও বাংলাদেশের চ্যালেঞ্জ উত্তর কিভাবে হবে শীর্ষক মিডিয়া ব্রিফিং এর সংগঠনটির পক্ষে একথা জানানো হয়।
সিপিডির নির্বাহী পরিচালক ড্র ফাহমিদা খাতুন বলেন, বিশ্ব অর্থনৈতিক খাতে মন্দার আভাস দেখা দিয়েছে। মুদ্রা ইস স্মৃতি লাগামহীন আন্তর্জাতিক পণ্যের দামও ঊর্ধ্বগতি আবার দেশে উৎপাদিত পণ্যের দাম আকাশচুম্বী খাদ্য সংকটেরও আভাস পাওয়া যাচ্ছে।
বিশ্বের ৪৫ টি দেশ নিয়ে সংগঠিত এফএও খাদ্য সংকটের আশঙ্কা করে বলেছেন এই তালিকায় বাংলাদেশ ও রয়েছে।
সিপিডির গবেষণায় আরো জানিয়েছে ঢাকা শহরে যারা বসবাস করছেন তাদের খাদ্য পণ্যের তালিকায় ১৯ টি দৈনন্দিন গুরুত্বপূর্ণ পণ্য রয়েছে।
একটি ছোট পরিবার চার সদস্যের ২০১৯ সালের জানুয়ারি মাসে ছিল ১৭৫৩০ টাকা। যাব বর্তমান ২০২২ সালে ১৬ অক্টোবরের খাদ্যপণ্যের মূল্য বিবেচনা খরচ বেড়ে দাঁড়িয়েছে ২২ হাজার ৪২১। দেশের জনগণ নিরব দুর্ভিক্ষে ভুগছে। এর থেকে পরিত্রাণ পেতে হলে কোন কিছু অপচয় থেকে বিরত থাকতে হবে।
Newsofdhaka24.com / নিজস্ব প্রতিবেদক
আপনার মতামত লিখুন: