গোলাম রব্বানী,কুড়িগ্রাম প্রতিনিধি : ২৩-০৫-২০২২
গত প্রায় পনের দিনের বৃষ্টিতে কুড়িগ্রাম জেলার বিভিন্ন ইউনিয়নে জলমগ্ন হয়ে পড়েছে শত শত বিঘা আধাপাকা বোরো ধান। এসব ইউনিয়নের নদী অববাহিকায় এবং মরাখাল সংলগ্ন এলাকার জলমগ্ন থাকা পাকা ধানগুলোর অনেকটা এখন চিটা হয়ে গেছে। বিপাকে পরে বাধ্য হয়েই সেই আধাপাকা ধান কেটে নিয়ে যাচ্ছে কৃষক।
কুড়িগ্রাম সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাকির হোসেন জানান, চলতি মৌসুমে জেলায় ১ লক্ষ ১৬ হাজার হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। এরমধ্যে সদর উপজেলায় টার্গেট অর্জিত হয়েছে ১৩ হাজার ১২০ হেক্টর জমিতে। ইতিমধ্যে জেলায় ৭৫ভাগ ধান কর্তন করা হয়েছে। বাকী ধানগুলো এখনো জমিতে পরে রয়েছে। এসব ধান নিয়ে চিন্তিত রয়েছে কৃষক। কৃষি বিভাগের কাছে বোরোধান জলমগ্ন হওয়ার কোন পরিসংখ্যান নেই।
উলিপুর উপজেলার পান্ডুল ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আব্দুস ছালাম(ছালাম মেম্বার) জানান তার ইউনিয়নের নি¤œ এলাকার জমিতে প্রায় কোমর পানিতে অতি কষ্টে ধান কাটছে কৃষকরা। একদিকে কৃষি শ্রমিকের অভাব অপরদিকে অসময়ে বৃষ্টির দাপটে কৃষকের মাথায় হাত বলে জানালেন স্থানীয় ছালাম মেম্বার। প্রায় ৭৫ ভাগ ধান কর্তন করা শেষ হয়েছে। কিন্ত বৃষ্টির কারনে অবশিষ্ট ধান কর্তন করা যাচ্ছে না। তাছাড়া বৃষ্টির কারনে কর্তনকৃত ধান মাড়াই ও শুকানো যাচ্ছে না।ফলে অনেক ধান নষ্ট হচ্ছে।
বর্তমানে কাচা অবস্থায় প্রতিমন ধান ৮০০/- টাকা দরে বিক্রয় হচ্ছে বলে তিনি জানান।
Newsofdhaka24.com / নিজস্ব প্রতিবেদক
আপনার মতামত লিখুন: