• ঢাকা
  • সোমবার, ২৫ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ; ০৯ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

Advertise your products here

সুখী দাম্পত্যের জন্য বয়স কতটা পার্থক্য হওয়া জরুরী?


Newsofdhaka24.com ; প্রকাশিত: বুধবার, ০১ জুন, ২০২২ খ্রিস্টাব্দ, ০৮:৩৫ পিএম
দাম্পত্যে
সুখী দাম্পত্য

সানজিদা আক্তার এশা

যখন একজন আরেকজনকে পছন্দ করার বিষয়ে আসে। তখন যে জিনিস গুলো আগে খেয়াল করা হয়, রুপ কতটুকু চুল কত বড়, হাঁটাচলা কেমন, এটা করতে পারো কিনা।

কিন্তু এই সব কিছুর বিষয়ে আগে দেখা প্রয়োজন বয়সের তারতম্য কতটুকু। কারণ গবেষকরা বলছে বয়সের পার্থক্য যত বেশি হবে সংসার জীবনে ততটাই সুখী হবে।

 

আমেরিকান গবেষক দল একটি সমীক্ষায় দেখেছেন, যাদের ৩ থেকে ৫ বছরের বয়সের পার্থক্য রয়েছে। তুলনামূলক তারা সবচেয়ে বেশি সুখী। 

তাই যখন ছেলে অথবা মেয়ে পছন্দ করার বিষয়টি আসে তখন বয়সের তারতম্য টা পরিমাপ করাটা জরুরী।

 

Newsofdhaka24.com / সানজিদা আক্তার এশা

লাইফস্টাইল বিভাগের জনপ্রিয় সংবাদ