ভূমিকম্পে কাঁপলো দিল্লি নেপাল থেকে কেন্দ্র
ভূমিকম্প,
কেঁপে উঠল ভারতের রাজধানী নয়াদিল্লি ও পার্শ্ববর্তী এলাকা। শনিবার রাত ৮টা নাগাদ হওয়া এ ভূমিকম্প দিল্লিতে প্রায় পাঁচ সেকেন্ড স্থায়ী হয়।
শঙ্কিত অনেক রাজধানীবাসী বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় জড় হন। পাশের নয়ডা, গুরুগ্রামেও কম্পন অনুভূত হয়েছে।
এদিনের ভূমিকম্পের কেন্দ্রও প্রতিবেশি নেপাল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ৪। দিল্লি, জাতীয় রাজধানী অঞ্চলের (এনসিআর) পাশাপাশি উত্তরাখণ্ড রাজ্যেও কম্পন অনুভূত হয়েছে। নিউ তেহরি, পিথোরাগড়, বাগেশ্বর, পাউরি শহরও কেঁপেছে। চলতি সপ্তাহে এই নিয়ে দ্বিতীয়বার কেঁপে উঠল ভারতের রাজধানী।
এর আগে গত বুধবার ভোর রাতে কেঁপে ওঠে দিল্লি। সেবারও ভূমিকম্পের কেন্দ্র ছিল নেপাল। রিখটার স্কেলে সেদিন মাত্রা ছিল ৬ দশমিক ৪। নেপালে ওই ভূমিকম্পের জেরে প্রাণ হারিয়েছিলেন ৬ জন।
Newsofdhaka24.com / নিজস্ব প্রতিবেদক
আর্ন্তজাতিক বিভাগের জনপ্রিয় সংবাদ
আপনার মতামত লিখুন: