• ঢাকা
  • সোমবার, ১৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ; ২৯ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

Advertise your products here

সাংবাদিক শরিফুল ইসলাম: নিষ্ঠা ও পেশাদারিত্বের প্রতিচ্ছবি


Newsofdhaka24.com ; প্রকাশিত: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ০২:২৭ এএম
শরিফুল
শরিফুল ইসলাম

সাংবাদিকতা একটি দায়িত্বশীল পেশা। আর এই পেশায় সততা, নিষ্ঠা ও সমাজের প্রতি দায়বদ্ধতা যার মূল অস্ত্র, তিনি হলেন সাংবাদিক শরিফুল ইসলাম। বর্তমানে দেশের গণমাধ্যম জগতে একজন উদীয়মান, প্রতিশ্রুতিশীল এবং পেশাদার সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি।

শরিফুল ইসলাম বর্তমানে একযোগে তিনটি সংবাদমাধ্যমে কাজ করছেন। তিনি রিপোর্টার হিসেবে কর্মরত আছেন Faridpur Journal- ফরিদপুর জার্নাল, Kaler Khea - কালের খেয়া, এবং News of Dhaka-তে। প্রতিটি প্রতিষ্ঠানে তিনি নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে চলেছেন।

তাঁর শিক্ষাজীবনও বেশ প্রশংসনীয়। তিনি অনার্স পড়াশোনা করেছেন 'বাংলা বিভাগ' থেকে, যা ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত "সরকারি তিতুমীর কলেজ" থেকে সম্পন্ন করেছেন। এছাড়া তিনি প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন Arabic Model Madrasah-Uttara-তে ও অধ্যয়ন করেছেন, যা তাঁর শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ।

সাংবাদিক সোরিফুল ইসলামের জন্ম ফরিদপুর শহরে হলেও বর্তমানে তিনি বসবাস করছেন ঢাকা। তাঁর নিবেদন, পেশাগত সততা এবং সমাজ সচেতনতামূলক প্রতিবেদনের জন্য তিনি ইতোমধ্যেই পাঠক ও সহকর্মীদের মাঝে প্রশংসিত হয়েছেন।

তাঁর কাজের পরিধি শুধু সংবাদ সংগ্রহে সীমাবদ্ধ নয়। তিনি প্রতিনিয়ত সমাজের নানা অসংগতি, উন্নয়নমূলক কর্মকাণ্ড, শিক্ষা, সংস্কৃতি ও মানবিক দৃষ্টিভঙ্গির প্রতিবেদন উপস্থাপন করে চলেছেন। অনলাইন প্ল্যাটফর্মে তাঁর লেখা প্রকাশিত হচ্ছে (kalerkhea.com) এ।

সাংবাদিক শরিফুল ইসলামের মতো তরুণ, প্রতিশ্রুতিশীল সংবাদকর্মীরা দেশের গণমাধ্যম জগতকে আরো শক্তিশালী ও দায়বদ্ধ করে তুলবে—এমনটাই প্রত্যাশা করেন সবাই। তাঁর নিরলস প্রচেষ্টা আগামী দিনেও সমাজ পরিবর্তনের অনুপ্রেরণা হয়ে থাকবে।

Newsofdhaka24.com / News

সম্পাদকীয় বিভাগের জনপ্রিয় সংবাদ