সকল গ্লানি ভুলে গিয়ে, নতুন বছরে নতুন করে এগিয়ে যেতে হবে। সকল কার্যক্রম নতুনভাবে সাজিয়ে নিতে হবে। মানুষের জীবনে ভুল ত্রুটি থাকবে সেগুলোকে সংশোধন করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। নিজের কাজগুলো সুন্দর ভাবে সাজিয়ে ধাপে ধাপে করতে হবে। যেগুলো সংঘবদ্ধ হয়ে কাজ করা দরকার সেগুলো ঐক্যের সাথে কাজগুলো করতে হবে।
দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করতে হবে। সকল অপচয় বর্জন করে দেশের সম্পদ রক্ষায় সবাইকে সক্রিয় থাকতে হবে।
নতুন বছর আসুক নিয়ে নতুন নতুন আশা,
পৃথিবীতে ছড়িয়ে দিক শুধুই ভালোবাসা ।
হানা-হানি বেধাবেদ সব কিছু ভুলি,
এসো সবাই মিলে মিশে সৎ পথে চলি ।
সবাইকে নতুন বছরের শুভেচ্ছা ।
দিন গুলো যেমনি হোক, ঠিক যায় কেটে
তবে বল লাভ কি, পুরনো স্মৃতি গেঁথে
এ বছরে পূরণ হোক তোমার সকল আশা
নতুন বছরে তোমার জন্য শুভকামনা প্রত্যাশা
নতুন বছরের দিনগুলো আমাদের সকলের জন্য সুন্দর এবং উজ্জ্বল হয়ে উঠুক এটাই কামনা করি।
pinkeei pinkeei
Newsofdhaka24.com / শরিফুল ইসলাম
আপনার মতামত লিখুন: