নানা নাটকীয়তা পিটিআই এর প্রাণপণ চেষ্টা ও বিতর্ক করেও শেষ রক্ষা হলো না ইমরান খানের।
পাকিস্তানের প্রধানমন্ত্রীর ইমরান খানকে পার্লামেন্ট অনাস্থা পাস করে সরিয়ে দেয়া হলো।
প্রধানমন্ত্রী ইমরান খান সম্মানের সাথে চলে গেলেন পিটিআই-এর নেতারা মনে করেন।
বিরোধী দলের নেতাদের চোখে পরিস্থিতি টা অন্যরকম।
প্রধানমন্ত্রী বাসভবন থেকে বেরিয়ে যাওয়ার আগে ইমরান খান শেষ কয়েকটি নির্দেশনা দিয়েছিলেন, সহকারি শাহবাজ গিল জানিয়েছেন ইমরান খানের রাজনৈতিক যোগাযোগ বিষয়ে।
ইমরান খান তার মুখ্যসচিব আজম খানকে সংস্থাপন বিভাগে রিপোর্ট করার নির্দেশ দেন এটা জানিয়েছেন নিজের টুইটারে গিল।
প্রধানমন্ত্রী ইমরান খান পেশাদারিত্বের জন্য আজম খানের প্রশংসা করেন উদ্ধৃত করে বলেছেন গিলকে।
অত্যন্ত সততা এবং অধ্যবসায়ের এর সঙ্গে তার দায়িত্ব পালন করে এ কথা স্বীকার করেন তিনি।
একটি বিজ্ঞাপনে জারি করা হয়েছে আজম খানের বদলির আদেশ।
প্রজ্ঞাপনে বলা হয় মন্ত্রিপরিষদ-সচিবের পাকিস্তান প্রশাসনিক সার্ভিসের ২২ কর্মকর্তা বর্তমানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন আজমকে বদলি করা হবে।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাকে সংস্থাপন বিভাগের রিপোর্ট করার নির্দেশ করা হয়েছে।
সূত্র: জিও টিভি
Newsofdhaka24.com / নিজস্ব প্রতিবেদক
আপনার মতামত লিখুন: