• ঢাকা
  • শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৬ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

Advertise your products here

নবীনগরে স্থানীয় এনজিও হোপ এর ২৫ তম সভা অনুষ্ঠিত


Newsofdhaka24.com ; প্রকাশিত: বুধবার, ৩০ নভেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ১১:২২ পিএম
এনজিও হোপ
এনজিও হোপ এর ২৫ তম সভা অনুষ্ঠিত

হেলাল উদ্দিন নবীনগর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি 
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে স্থানীয় এনজিও হোপ আলিয়াবাদ পৌর সভা প্রধান কার্যালয়ে আজকে ৩০/১১/২২বুধবার ২৫ তম সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় এনজিও হোপ রাষ্ট্রীয় সকল কার্যক্রমে অংশ গ্রহণের পাশাপাশি নবীনগরের সাধারণ মানুষের আত্ম কর্মসংস্থান সৃষ্টি, ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোক্তার পাশাপাশি, উন্নয়ন, বিভিন্ন শিক্ষা, সংস্কৃতিতে অবদান রাখেন।অসহায় ছাত্রছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান ও গরিব ও অসহায় মানুষের চিকিৎসা সেবা প্রদান করেন ও সকল সামাজিক কার্যক্রম নিজ উদ্যোগে করে থাকেন।

আজকের সভায় হোপে পরিচালনা পর্ষদের সভাপতি হুমাযয়ুন কবিরের সভাপতিত্বে ও নির্বাহী পরিচালক এ কে এম আসাদুজ্জামান কল্লোল এর সঞ্চালনায় ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে অংশ গ্রহণ ও পর্যবেক্ষণ করেন সমাজ কল্যাণ অধিদপ্তরের উপ-পরিচালক নিবন্ধন মোহাম্মদ আইয়ুুব খান। বক্তব্য রাখেন আবু কামাল খন্দকার, মাহবুব আলম লিটন, মোহাম্মদ হোসেন শান্তি মো. তাইজুদ্দিন, আরিফুল ইসলাম মিনাজ, হাসনাহেনা, শিউলি পারভিন,সাধারণ সভায় বিগত অর্থ বছরের আয় ব্যায়ের হিসাব এবং চলতি অর্থবছরের কর্ম পরিকল্পনা নিয়ে বিশদ আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে গত অর্থ বছরের কার্যক্রম গৃহীত হয়। হোপ পরিচালনার জন্য তিন বছর মেয়াদী কার্যকরী কমিটির মেয়াদ আগামী ৩১শে ডিসেম্বর ২০২২ শেষ হবে বিদায় গঠতন্ত্র মোতাবেক একমাস পূর্বে নতুন কমিটি করার বাধ্যবাধকতা থাকায় সাধারণ সভায় সকল সদস্য একমত হয়ে দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবু কামাল খন্দকারকে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা নিযয়োগ প্রদানের মধ্য দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচন কমিশনার সকলের উদ্দেশ্যে নির্বাচন প্রক্রিয়ার মতামত জানতে চাইলে সকলেই প্রস্তাব গ্রহণের মধ্য দিয়ে নির্বাচন সম্পন্ন করার পক্ষে মত দেন। বর্তমান কার্যকরী কমিটির অর্থ সম্পাদক মো. হেলাল উদ্দিন মো. হুমায়ুুন কবিরকে সভাপতি, মো. আবু কাওসারকে সহ-সভাপতি, মোহাম্মদ তাইজুল ইসলাম কে অর্থ সম্পাদক ও নির্বাহী সদস্য পদে মোসাম্মদ আমেনা খাতুন, শিউলি পারভিন, মো. মুক্তাদিরকে প্রস্তাব করিলে সর্বসম্মতি ক্রমে উক্ত প্রস্তাবনার পক্ষে মতামত প্রকাশ করায় আগামী তিন বছরের জন্য ৭ সদস্য বিশিষ্ট উক্ত কার্যকরি কমিটির অনুমোদন দেন নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তা। উল্লেখ যে পদাধিকার বলে হোপের নির্বাহী পরিচালক এ কে এম আসাদুজ্জামান কল্লোল সদ্যস সচিব পদে দায়িত্ব পালন করবেন।

Newsofdhaka24.com / নিজস্ব প্রতিবেদক

রাজধানী বিভাগের জনপ্রিয় সংবাদ