• ঢাকা
  • রবিবার, ১৮ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ; ০৩ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

Advertise your products here

চিত্রনায়িকা শাহনূর এর পক্ষ থেকে বসন্তের শুভেচ্ছা 


Newsofdhaka24.com ; প্রকাশিত: রবিবার, ১৩ ফেরুয়ারী, ২০২২ খ্রিস্টাব্দ, ১১:৩৮ পিএম
চিত্রনায়িকা শাহনূর
বসন্তের শুভেচ্ছা, 

 

হে কবি নীরব কেন-ফাল্গুন যে এসেছে ধরায়।
 বসন্তে বরিয়া তুমি হবে নাকি তব বন্দনায়?

কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি দখিন দুয়ার গেছে খুলি।


আজ রবিবার ১৩ ফেব্রুয়ারি সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জনপ্রিয় অভিনেত্রী চিত্রনায়িকা সৈয়দ কামরুন নাহার শাহনুর সবাইকে পহেলা ফাল্গুনের বসন্তের শুভেচ্ছা জানিয়েছেন।

ঋতুরাজ বসন্ত ধরা দিয়েছে ধরণীতে। দক্ষিণে হাওয়া বইতে শুরু করেছে। বসন্তের এই আগমন তার ভক্তদের সকলের সাথে ভাগাভাগি করে নিতে সকলকে বসন্তের শুভেচ্ছা জানিয়েছেন।

বাতাসে বইছে ফুলের ঘ্রাণ কোকিল ডাকে কুহু কুহু। প্রাকৃতি যেনো নতুনরূপে সজ্জিত হয়েছে গাছের পাতা ঝরে নতুন পাতায় সেজেছে কেমন জানি মনে হচ্ছে নতুন জামা পরেছে।

প্রকৃতপক্ষে ফাগুনের এই ঋতুরাজ আবহাওয়ায় সকলের ভালো স্মৃতিগুলো ফুটে ওঠে। তাই কবি লিখেছেন "ফুল ফুটুক আর নাই ফুটুক আজ বসন্ত"।


কবি সুফিয়া কামাল লিখেছেন, ফুলকি ফোটেনি শাখে, পুষ্পারতি লভেনি কীর্তন মাধবী কুড়ির বুকে গন্ধ নাকি, করেনাই অর্ঘ্য বিরচন।

Newsofdhaka24.com / নিজস্ব প্রতিবেদক

বিনোদন বিভাগের জনপ্রিয় সংবাদ