ইউক্রেনে রাশিয়ার হামলায় ১৯৮ জন নাগরিক নিহত হয়েছেন তাদের মাঝে রয়েছেন তিনজন শিশু। খবরটি নিশ্চিত করেছেন ইউক্রেনের স্বাস্থ্যমন্ত্রী ভিক্টোর লিলিয়াসকো। তথ্য সূত্র বিবিসি।
রাশিয়ার হামলায় ১৯৮ বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন যাদের মধ্যে তিনজন শিশু রয়েছেন। ইউক্রেনে আরও ১ হাজার ১১৫ জন আহত হয়েছেন যাদের মধ্যে রয়েছেন ৩৩ জন শিশু।
এছাড়াও দেশের অর্থনৈতিক খাতে বিপুল পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনের রাজধানী কিয়েভে বিভিন্ন বাড়িঘর অফিস-আদালত বোমা হামলায় ধ্বংস হয়েছে।
২৪ ফেব্রুয়ারি ২০২২ থেকে রাশিয়া-ইউক্রেন এর উপর অতর্কিত ভাবে হামলা চালিয়ে যাচ্ছে। যুক্তরাজ্য এবং ২৫টি দেশ ইউক্রেনের সাথে সহমত পোষন করেছিলো এবং জানিয়েছিল মানবিক এবং সামরিক সহায়তা পাঠানো হবে।
ব্রিটিশ সশস্ত্রবাহিনী বিষয়ক মন্ত্রী জেমস হিপি বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, ইউক্রেনকে সামরিক সহায়তা পৌঁছে দেয়ার জন্য কাজ করবে যুক্তরাজ্য তবে এই বিষয়ে আরো তথ্য জানানো হয় নাই।
রাশিয়া বলেছে সাড়ে তিন হাজারের বেশি সেনা নিহত হয়েছেন। দুইশত সেনাকর্মী কে বন্দি করা হয়েছে।
অপরদিকে ইউক্রেন জানিয়েছে চৌদ্দটি বিমান আটটি হেলিকপ্টার এবং ১০২ ট্যাংক হারিয়েছে। তবে এই ক্ষয়ক্ষতির স্বীকারোক্তি করেনাই রাশিয়া।
Newsofdhaka24.com / নিজস্ব প্রতিবেদক
আপনার মতামত লিখুন: