• ঢাকা
  • রবিবার, ২১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ; ০৬ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

Advertise your products here

পর্যটন স্পট সাদাপাথর থেকে চুরি করা পাথর বুঝাই ১০টি ট্রলি আটক


Newsofdhaka24.com ; প্রকাশিত: শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১:১৪ এএম
সাদাপাথর
সাদাপাথর থেকে চুরি করা পাথর বুঝাই ১০টি ট্রলি আটক

রুহুল আমিন বাবুল, কোম্পানীগঞ্জ প্রতিনিধি:

বিশ্ব পর্যটন দিবসেও ভোলাগঞ্জ পর্যটন স্পট সাদাপাথর থেকে চুরি হওয়া পাথর উদ্ধারে অভিযান চালিয়েছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। দিনভর পুলিশের বিশেষ অভিযানে ১০টি পাথর বুঝাই ট্রলি আটক করেছে পুলিশ।

গত ৫ই আগষ্টের পর সাদাপাথর চুরি ঠেকাতে এধরনের সাড়াশি অভিযান আর দেখা যায়নি।সদ্য যোগদান করা নতুন ওসি কোম্পানীগঞ্জ থানায় আসা মাত্র এমন সাড়াশি অভিযান পরিচালনা করায় মাঠ পর্যায়ে কোম্পানীগঞ্জ থানা পুলিশের অন্য সদস্যদের মধ্যেও কাজের গতি আসবে বলে মনে করেছেন সচেতন মহল।

এদিকে পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, শুক্রবার (২৭ সেপ্টেম্বর) উপজেলার দয়ারবাজার এলাকা থেকে বিশেষ অভিযান চালিয়ে চুরি হওয়া সাদাপাথর বুঝাই ১০টি ট্রলি আটক করা হয়। এদিন সকাল থেকে কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান এর নেতৃত্বে দিনভর পুলিশ অভিযান চালায়। অভিযানে সাদাপাথর থেকে লুট করে নিয়ে আসা পাথর বুঝাই করার সময় হাতেনাতে আটক করা হয় ১০টি ট্রলি। পরে সেগুলো থানায় নিয়ে যাওয়া হয়।

এঘটনায় কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, পর্যটন কেন্দ্র ও বাংকার থেকে পাথর চুরির বিরুদ্ধে আমরা সোচ্চার রয়েছি। পুলিশ নিয়মিত অভিযান দিচ্ছে। পর্যটন দিবসেও সাদাপাথরের পাথর চুরি হচ্ছে এমন সংবাদে শুক্রবার সকালে আমরা অভিযান চালাই। অভিযানে ১০টি পাথর বুঝাই ট্রলি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। আমরা ট্রলির মালিকদের খোঁজে বের করার চেষ্টা করছি। এবিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Newsofdhaka24.com / News

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ