• ঢাকা
  • সোমবার, ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৯ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

Advertise your products here

ফরিদপুর-১ আসনে এমপি নির্বাচিত হলেন আব্দুর রহমান


Newsofdhaka24.com ; প্রকাশিত: সোমবার, ০৮ জানুয়ারী, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৭:৩৮ পিএম
আব্দুর রহমান
এমপি নির্বাচিত হলেন আব্দুর রহমান,

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ (আলফাডাঙ্গা, বোয়ালমার, মধুখালী) আসনে আওয়ামীলীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। রবিবার অনুষ্ঠিত  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাঁচজন প্রার্থীর সাথে প্রতিদ্বন্দ্বিতা করে নৌকা প্রতীক নিয়ে বেসরকারি ফলাফলের ভিত্তিতে তিনি নির্বাচিত হন। 

এ আসনের ১৯৬ টি কেন্দ্রে মোট ভোটার ৪ লাখ ৭৭ হাজার ৯৮১ জন। ২ লাখ ৩৭ হাজার ৫১৫ জন ভোটাররা তাদের ভোট প্রদান করেছেন। তন্মধ্যে ৩৪৮২ টি ভোট বাতিল করা হয়েছে। ভোট প্রদানের হার ৪৯.৬৯ শতাংশ।

নৌকা প্রতীকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুর রহমান ১ লাখ ২৩ হাজার ৩৩১ ভোট পেয়ে এমপি নির্বাচিত হন। 

অন্যদিকে নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলন পেয়েছেন ৮৪ হাজার ৯৮৯ ভোট।

এছাড়াও অন্য প্রার্থীদের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শাহ মোহাম্মদ আবু জাফর নোঙ্গর প্রতীক নিয়ে পেয়েছেন ২২ হাজার ৪৬৫ ভোট, বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) দলের মোঃ নুরু ইসলাম সিকদার একতারা প্রতীক নিয়ে পেয়েছেন, ১,৩৫৯ ভোট, জাতীয় পার্টির আখতারুজ্জামান খান লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ১৮৮৯ ভোট।

রবিবার রাত দশটায় ফরিদপুর জেলা প্রশাসক সভা কক্ষ থেকে ফলাফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার পিএএ।

Newsofdhaka24.com / News

জাতীয় বিভাগের জনপ্রিয় সংবাদ