রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিকনির্দেশনা দিয়েছেন সেই অনুযায়ী মুসলমানদের জীবনযাপন করা সুন্নাত।
ইসলামিক জীবন যাপনের মূল ভিত্তি হলো কোরআন এবং সুন্নাহর উপর। কুরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নত পালনে মহান আল্লাহ তা'আলা কুরআনে ঘোষণা দিয়েছেন।
"আর রাসুল তোমাদেরকে যা দেন তা তোমরা গ্রহণ করো এবং যা থেকে তোমাদেরকে নিষেধ করেন তা থেকে বিরত থাকো (সুরা হাশর আয়াত ৭)
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তা'আলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের সবাই জান্নাতে যাবে, কিন্তু সে নয় যে অস্বীকার করবে, জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর রাসূল, জান্নাতে যেতে আবার কে অস্বীকার করবে? তিনি বললেন, যে আমার অনুসরণ করবে সে জান্নাতে যাবে এবং যে আমার অবাধ্যতা করবে সেই জান্নাতে যেতে অস্বীকার করবে। (বুখারী ও মুসলিম শরীফ)
আল্লাহ তাআলা অন্যত্রে বলছেন, তোমরা আমার রাসূলকে অনুসরণ করো, তাহলে আমি তোমাদের গুনাহ গুলো মাফ করে দিব। এবং নিয়ামত বৃদ্ধি করে দিব।
Newsofdhaka24.com / নিজস্ব প্রতিবেদক
আপনার মতামত লিখুন: