বাংলার জয় হোক। বাংলাদেশের জাতীয় স্লোগান জয় বাংলা। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জাতীয় স্লোগান জয়বাংলা প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আজ বুধবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, মন্ত্রিসভা বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী 'জয় বাংলা' বাংলাদেশের জাতীয় স্লোগান করা হবে।
গত ২০ ফেব্রুয়ারি মন্ত্রিসভা বৈঠকের আলোচনা অনুযায়ী সরকারি নির্দেশনা জারি করেছে বলে প্রজ্ঞাপনে বলা হয়।
মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব শফিউল আজিম এই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন, জয়বাংলা বাংলাদেশের জাতীয় স্লোগান। প্রজ্ঞাপনে বলা হয়েছে সরকারি কর্মকর্তা-কর্মচারী স্বায়ত্তশাসিত এবং সংবিধান কার্যক্রম শেষে সকলে জয় বাংলা স্লোগান দিবেন।
সকল শিক্ষা প্রতিষ্ঠান সমাবেশ শেষে এবং সেমিনারে বক্তব্য শেষে শিক্ষকগণ এবং ছাত্রছাত্রীরা জয় বাংলা স্লোগান উচ্চারণ করবে প্রজ্ঞাপনে বলা হয়েছে।
২০১৭ সালে হাইকোর্টে রিট করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী বশির আহমেদ। প্রায় আড়াই বছর পর আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট কারণ দর্শানোর নোটিশ জারি করেছিল। এর পূর্বেও একবার ২০২০ সালের জয়বাংলা বাংলাদেশের জাতীয় স্লোগান হবে বলে রায় দিয়েছিল হাইকোর্ট।
Newsofdhaka24.com / নিজস্ব প্রতিবেদক
আপনার মতামত লিখুন: