শীতকালীন আসলেই শুষ্ক একটি আবহাওয়া বিরাজ করে তাই বাতাসে সবার ঠোঁট শুকিয়ে যায়। ঠোঁট ফাটা রোধ করতে অনেকেই মেরিল, লিপবাম, ব্যবহার করে থাকেন।
যদিও এটা স্বল্পকালীন সময় এর সমাধান তাই আমাদের জানা উচিত দীর্ঘকালীন সমস্যার সমাধান কোন উপায় পাওয়া যায়।
#ঠোঁট ফাটা রোধ করতে ব্যবহার করতে পারেন নারিকেল তেল হার্টের জন্য অনেক উপকারী।
#একফোঁটা ঘি ঠোঁটে লাগিয়ে রাখতে পারেন, এতে করে শুষ্কতা কমিয়ে ঠোঁট নরম রাখতে সহযোগিতা করবে।
#টাটকা গোলাপের পাপড়ি আপনি দুধের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে পারেন। পরবর্তীতে এটি দিনে তিনবার ঠোঁটে লাগালে ঠোঁট মসৃণ হবে।
#ঠোঁট ভালো রাখতে বেশি পরিমাণে সবজি এবং ফলমূল ভিটামিন সি যুক্ত ফল লেবু জাম্বুরা কমলা ইত্যাদি বেশি করে খেতে হবে।
# এছাড়াও অ্যালোভেরা বাদাম ত্বকের জন্য খুবই উপকারী।
Newsofdhaka24.com / নিজস্ব প্রতিবেদক
আপনার মতামত লিখুন: