প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ দিল ২০২২ জাতীয় সংসদে পাস হয়েছে।
বৃহস্পতিবার ২৭ জানুয়ারি একাদশ জাতীয় সংসদের শেষ অধিবেশনে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এই আইনটি পাসের প্রস্তাব পেশ করেন।
পরবর্তীতে সংসদ সদস্যদের হা জয় যুক্ত এর মাধ্যমে এই বিলটি পাস করা হয়েছে।
পূর্বে সংসদে উত্থাপিত এই বিলটি অধিকতর পরীক্ষা-নিরীক্ষার জন্য আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছিল। কমিটি উত্থাপিত বিলে দুটি সংশোধনী এনে পাশের সুপারিশ করলে ধারা দুটি সংশোধন করে বিলটি পাস করা হয়েছে। পাস হওয়া আইনে অনুসন্ধান কমিটির রাষ্ট্রপতি মনোনীত দুই বিশিষ্ট নাগরিকের মধ্যে একজন নারী থাকবেন এমন বিধান রাখা হয়েছে। সার্চ কমিটির কাজ ১৫ কার্যদিবসের মধ্যে শেষ করার জন্য বলা হয়েছে। যা পূর্বে ১০ কার্যদিবসের মধ্যে ছিল।
Newsofdhaka24.com / নিজস্ব প্রতিবেদক
আপনার মতামত লিখুন: