রুহুল আমিন বাবুল কোম্পানীগঞ্জ প্রতিনিধিঃ- সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা সদরের একটি বাসা থেকে সুমা আক্তার (১৭) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। সে উপজেলার চাতলপাড় গ্রামের আব্দুল আলীমের মেয়ে।
পুলিশ সুত্রে জানাযায়, গতকাল সোমবার রাত সাড়ে আটটার দিকে ঘরের ভেতরে ফ্যানের সঙ্গে ওড়না পেচিয়ে ঝুলন্ত অবস্থায় সুমা আক্তারকে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে রাত ১০টার দিকে পুলিশ বন্ধ ঘরের দরজা ভেঙে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
এবিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সুকান্ত চক্রবর্তী লাশ উদ্ধারের কথা নিশ্চিত করে বলেন, প্রাথমিক অবস্থায় এটি আত্মহত্যা মনে হচ্ছে।তবে ময়নাতদন্তের রির্পোট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলার দায়েরের প্রস্তুতি চলছে।
Newsofdhaka24.com / নিজস্ব প্রতিবেদক
আপনার মতামত লিখুন: