
আশিকুর রহমান,নেত্রকোনা প্রতিনিধিঃ
নেত্রকোণায় গ্রামীণ ফোনের টাওয়ারের উপর হতে মোহাম্মদ নামে এক মাদ্রাসার ছাত্রকে উদ্ধার করা হয়েছে।
আজ বুধবার দুপুরে শহরের সাতপাই বড় রেলস্টেশন এলাকায় গ্রামীণ টাওয়ারের উপর থেকে মোহাম্মদ কে উদ্ধার করে নেত্রকোণা ফায়ার সার্ভিসের লোকজন।
মোহাম্মদ কলমাকান্দা উপজেলার মনতলা গ্রামের বাবুল বিশ্বাসের ছেলে।সে টাওয়ার সংলগ্ন মাদ্রাসাতুল আরকাম মাদ্রাসায় হিফজ বিভাগে লেখাপড়া করত।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আনোয়ার হোসেন জানান,ভোরে গ্রামীণ ফোনের টাওয়ারের উপরে উঠে দাঁড়িয়ে থাকে মোহাম্মদ। পরে স্হানীয় লোকজন টাওয়ারের উপরে তাকে দেখতে পেয়ে পুলিশ কে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ,ফায়ার সার্ভিস ও উপজেলা প্রশাসনের যৌথ সহায়তায় দীর্ঘ ৬ ঘন্টা উদ্ধার অভিযানের পর তাকে টাওয়ারের উপর থেকে নিরাপদে নামিয়ে আনা হয়।
পরে উদ্ধার কর্মীরা তাকে প্রাথমিক চিকিৎসার জন্য সদর হাসপাতালে নিয়ে যায়।
Newsofdhaka24.com / নিজস্ব প্রতিবেদক
আপনার মতামত লিখুন: