অনেকেরই পছন্দের তালিকায় আম শীর্ষে রয়েছে। সেই আমের নাম যদি হয় ঐশ্বরিয়া তাহলে আগ্রহটা বেড়েই যায়। ভারতের উত্তরপ্রদেশের মালিহাবাদ এলাকার বাসিন্দা কলিম উল্লাহ খান। দি ৮২ বছর বয়সী এই ব্যক্তি শতবর্ষে একটি আম গাছ রয়েছে।
এতে প্রায় ৩০০ প্রজাতির আম উৎপাদন করেছেন তিনি। তারই একটি আমের জাতকে ঐশ্বরিয়া রায়ের নামে মিলিয়ে রেখেছেন। ঐশ্বরিয়া ১৯৯৪ সালে যখন মিস ওয়ার্ল্ড কেতাব পেয়েছিলেন। তখন তিনি নামকরণ করেছিলেন। তিনি বলেন এই আম নাকি তার শ্রেষ্ঠ উদ্ভাবন সুস্বাদু সুমিষ্ট।
বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া ছাড়াও অনেক অভিনেত্রীর নামে আম উদ্ভাবন করেছেন কলিমুদ্দিন খান। এরমধ্যে ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী ও গড অফ ক্রিকেট শচীন টেন্ডুল কার নামেও কলিমুদ্দিন, আমের জাতের নাম রেখেছেন।
Newsofdhaka24.com / নিজস্ব প্রতিবেদক
আপনার মতামত লিখুন: