ঘটনা ঘটেছে রাজধানীর ধানমন্ডি এলাকার ৭ নম্বর সড়কের ২৫ নম্বর নিজ বাসভবনে। আবু মহাসিন খান নামের ওই ব্যক্তি ব্যবসা করতেন বলে জানা গিয়েছে।
বুধবার (২ ফেব্রুয়ারি) রাত সাড়ে নয়টার দিকে এ তথ্য জানতে পারে ধানমন্ডি থানা পুলিশ বিষয়টি জানিয়েছেন দায়িত্বরত কর্মকর্তা।
কি ঘটনা জানাজানির পর ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ ওসি আরও ২-৩ জন ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে এ তথ্য জানান।
ঘটনাস্থলে গিয়েছেন ধানমন্ডি থানার উপ-পরিদর্শক এসআই লাল তিনি জানিয়েছেন রিয়াজের শশুর আত্মহত্যা করেছেন তিনি ব্যক্তিগত বন্দুক দিয়ে মাথার মধ্যে।
এ বিষয়ে জানতে চাইলে নায়ক রিয়াজকে ফোন করা হলে তিনি বলেন এ বিষয়ে এখনই কিছু বলতে পারছি না অনেকেই মুঠোফোনে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
মহসিন খান সুইসাইড নোটে লিখেছেন, ‘ব্যবসায় ধস নেমে যাওয়ায় আমি হতাশাগ্রস্ত হয়ে পড়ি। আমার সঙ্গে অনেকের লেনদেন ছিল। কিন্তু তারা টাকা দেয়নি। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।’
মহসিন খান ২০১৭ সালে ক্যানসারে আক্রান্ত হন, পরে সুস্থ হয়ে উঠেছিলেন।
Newsofdhaka24.com / নিজস্ব প্রতিবেদক
আপনার মতামত লিখুন: