
আবু রায়হান, জয়পুরহাটঃ জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের মেয়র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিব পুনরায় মেয়র নির্বাচিত হয়েছেন। সীমানা জটিলতা মামলার কারণে বন্ধ হয়ে থাকা পাঁচবিবি পৌরসভা নির্বাচন একযুগ পর ইভিএম এর মাধ্যমে বুধবার (২৭ জুলাই) সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। তীব্র গরমের মাঝেও উৎসবমুখর পরিবেশে লম্বা লাইনে দাঁড়িয়ে শান্তিপূর্ণ পরিবেশে ভোট কেন্দ্রে গিয়ে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে নির্বিঘ্নে ভোট দিয়ে জয়যুক্ত করতে পেরেছেন এবং অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়েছে। বহুল কাঙ্খিত পাঁচবিবি পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৬ জন প্রার্থী অংশগ্রহণ করেন।
এ নির্বাচনে প্রাপ্ত ভোটের সংখ্যা ১৫ হাজার ২ শত ৮২ টি। এর মধ্যে মেয়র পদে নৌকা প্রতিকের প্রার্থী হাবিবুর রহমান হাবিব ৭৯৫৪ ভোটে পেয়ে নির্বাচিত এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাবেকুন নাহার শিখা কম্পিউটার প্রতিক নিয়ে ৫ হাজার ৪ শত ৫০ ভোট পেয়ে ২ হাজার ৫শত ৪ ভোটের ব্যাবধানে পরাজিত হয়েছেন। অপরদিকে জেলার ক্ষেতলাল পৌরসভা নির্বাচনও অনুষ্ঠিত হয়েছে।
ক্ষেতলাল পৌর নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পর মেয়ের পদে কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় নির্বাচনের পূর্বেই বিনা প্রতিদ্বন্দিতায় ক্ষেতলাল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সর্দার মেয়র নির্বাচিত হোন এবং বুধবার (২৭ জুলাই) ক্ষেতলাল পৌর নির্বাচনে শুধুমাত্র কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিল পদে ইভিএমের মাধ্যমে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনের ফলাফল আনুষ্ঠানিক ভাবে ঘোষণা হওয়ার পর পাঁচবিবি পৌরসভার পুনর্নির্বাচিত মেয়র হাবিবুর রহমান হাবিব পৌর বাসির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।
Newsofdhaka24.com / নিজস্ব প্রতিবেদক
আপনার মতামত লিখুন: