শিবালয় ব্লাড ব্যাংক নাম টি ছোট হলেও মানিকগঞ্জের মানুষের রক্তের সাথে মিশে আছে এই নাম।২০১৬ সালে যাত্রা শুরু করেছে জেলার সুনাম ধন্য এই সেবা মূলক প্রতিষ্ঠান। তখন থেকেই সফলতা অর্জন করতে মানুষের সেবায় কাজ করছে সংগঠনটি।৭ বৎসরে দিয়েছে হাজার ব্যাগ রক্ত। কাজ করে যাচ্ছে অসহায় মানুষের সেবায়। সম্প্রতি জেলা প্রশাসক এই সংগঠনকে উৎসাহ দিয়েছেন ভিন্ন ভাবে।
আজ ০৮ আগস্ট বিকালে ২০২২ তারিখে মানিকগঞ্জ জেলার একজন বিশিষ্ট দানশীল ব্যক্তির সহযোগিতায় জেলা প্রশাসন, মানিকগঞ্জ এর সৌজন্যে শিবালয় ব্লাড ব্যাংক-কে অত্র জেলার, জেলা প্রশাসক, জনাব মুহাম্মদ আব্দুল লতিফ মহোদয় একটি ব্লাড ব্যাংক রেফ্রিজারেটর উপহার দেন। এসময় মেয়র মানিকগঞ্জ, পৌরসভা মহোদয়, সিভিল সার্জন মানিকগঞ্জ মহোদয়, সভাপতি প্রেসক্লাব মানিকগঞ্জ উপস্থিত ছিলেন। রেফ্রিজারেটরটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, শিবালয় - এ ব্লাড সংরক্ষণের জন্য রাখা হয়েছে।
Newsofdhaka24.com / নিজস্ব প্রতিবেদক
আপনার মতামত লিখুন: