• ঢাকা
  • শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ; ২৯ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

Advertise your products here

প্রশ্ন তুললেন ইমরান খান পাকিস্তানে মধ্যরাতের আদালত নিয়ে


Newsofdhaka24.com ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ, ০৫:০৮ পিএম
পাকিস্তান
ইমরান খান,

দেশজুড়ে ধারাবাহিক জনসভার কর্মসূচি শুরু করেছেন ইমরান খান গত রাতে পাকিস্তানের পেশোয়ারে অনুষ্ঠিত সমাবেশের মাধ্যমে।
কি অপরাধ করেছি আমি যে আপনারা রাত বারোটায় আদালত বসালেন সমাবেশে বললেন তিনি আপনারা রাতের অন্ধকারে আদালত বলেন।
ইমরান খান বলেন অথচ আমি কখনো কোন প্রতিষ্ঠান বা আদালতের বিরুদ্ধে মানুষকে উসকে দেয়নি।
ইমরান খানের বিরুদ্ধে বিরোধীদের আনা অনাস্থা ভোট ডেপুটি স্পিকার নাকচ করে দেওয়ার পর দেশটির আদালত থেকে পার্লামেন্ট পূর্ণবহাল করে অনাস্থা ভোট গ্রহণের নির্দেশ এসেছিল।
নাটকীয়তার পর অনাস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রীর পদ হারালেন ইমরান খান।


মধ্যরাতে ইসলামবাদ হাই কোর্ট খোলা হয় এবং সেখানকার প্রধানমন্ত্রী বিচারপতি আর্থার মিলার কর্মকর্তা-কর্মচারীদের ডেকে পাঠানো হয়।
হাইকোর্ট একটি জরুরী পিটিশনের শুনানি শেষে অভিযোগ করা হয় ইমরান খান রাজনৈতিক এবং ব্যক্তিগত উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার করেছেন এবং সে সেনাপ্রধান কে পদচ্যুত করার সুপারিশ করেছেন এর ফলে জনস্বার্থ আদালতে আদেশ বাতিল করা দেওয়া হয়।


শেষ পর্যন্ত ইমরান খানের ওই আদেশ কার্যকর হয়নি পিটিশনের শুনানি হয়নি মধ্যরাতে আদালত বসানোর বিষয়টি মি. খানের গতরাতের ভাষণে উঠে এসেছে।
পাকিস্তানের জনগণ এভাবে আর কখনো রাস্তায় নামেনি পার্লামেন্টে তার হেরে যাওয়ার পর সমর্থকদের প্রতিক্রিয়ার দিকে ইঙ্গিত করে পেশোয়ারের সমাবেশে বলেন তিনি।
এটা নতুন পাকিস্তান মনে রাখতে হবে এটা সওর দশকের পাকিস্তান নয় মনস্টার পাকিস্তানের এটা সোশ্যাল মিডিয়ার পাকিস্তান মানুষ সচেতন।
যেদিন আমরা ডাক দিব সেদিন আপনারা পলায়নের পথ পাবেন না নেতাকর্মীদের উপর দমন পীড়নের অভিযোগ করে নতুন সরকারের উদ্দেশ্যে বলেছেন।
মি. খান পাকিস্তানের প্রধানমন্ত্রীর ক্ষমতা হারিয়েছেন জনতা মিষ্টি বিতরণ করেছে কিন্তু আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ যে আমি সরে যাওয়ার পর আপনারা সবাই এসেছেন এবং সম্মান দিয়েছেন।


পিপিপি নেতা বিলওয়াল ভুট্টো পাল্টা দাবি।
পাকিস্তান পিপলস পার্টি চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো জারদারি ইমরানের বক্তব্যে প্রতিক্রিয়া জানিয়েছেন।
আদালত অনেক ধৈর্য্য ধরেছো তিনি বলেছেন এক টুইটে।
প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি অনাস্থা ভোট খারিজ করে সংবিধান লংঘন করেছেন সাবেক ডেপুটি স্পিকার।
রাজনৈতিক স্বার্থে সিকিউরিটি কাউন্সিলর কে ব্যবহার করতে চেয়েছেন ইমরান খান।
ইমরান লুকানোর পথ পাবে না প্রতিষ্ঠানগুলো এখনো নিরপেক্ষ।


যুক্তরাষ্ট্র নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছে।
যুক্তরাষ্ট্র নতুন প্রধানমন্ত্রীর শাহবাগ শ্রমিককে অভিনন্দন জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইমরান খান ও তার দল ক্ষমতা থেকে সরানোর জন্য ষড়যন্ত্রের অভিযোগ এনেছিলেন। যুক্তরাষ্ট্র আগেই তা প্রত্যাখ্যান করেছে।
সূত্র: বিবিসি বাংলা

Newsofdhaka24.com / নিজস্ব প্রতিবেদক

আর্ন্তজাতিক বিভাগের জনপ্রিয় সংবাদ